সংবাদ সংস্থা মুম্বই: গত বছর অর্থাৎ ২০২৪-এ দেশ হারিয়েছে তাঁর চার মহান ব্যক্তিত্বকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিং, বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল, ভারতের শিল্পজগতের অন্যতম নক্ষত্র রতন টাটা এবং কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন। এই চার জনপ্রিয় শিল্পীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি দেশবাসীরা। এবার সমাজমাধ্যমে একটু অন্যভাবে প্রয়াত এই চার কিংবদন্তি ব্যক্তিত্বকে শ্রদ্ধার্ঘ্য জানালেন অমিতাভ বচ্চন।
ইনস্টাগ্রামে এই চার ব্যক্তিত্বের কার্টুন এঁকেছিলেন পরিচিত কার্টুনিস্ট সতীশ আচার্য। কার্টুনটির শিরোনাম -'আমাদের নায়কেরা এখন স্বর্গে।’ তাঁর সেই আঁকা ছবি-ই শেয়ার করলেন শাহেনশাহ। ছবিতে দেখা যাচ্ছে, স্বর্গে অধিষ্ঠিত হয়ে দিব্যি বহাল তবিয়তে আছেন এই চারজন। এবং সেখানেও নিজেদের পছন্দের কাজে মগ্ন তাঁরা। পেঁজা তুলোর মতো মেঘের উপরে ছড়িয়ে ছিটিয়ে বসে-দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। জাকির একমনে বোল তুলছে তবলা-বাঁয়ায়, কুকুরদের আদর করে নিজের হাতে তাদের খাওয়াতে ব্যস্ত রতন টাটা। অন্যদিকে, হাসিমুখে ক্যামেরা নিয়ে খুটখাট করে কাজ চালিয়ে যাচ্ছেন শ্যাম বেনেগাল। একজন সফল অর্থনীতিবিদ ছিলেন ডা. মনমোহন সিং। অর্থমন্ত্রী হিসাবে ভারতের উত্থানের পিছনে তাঁর অবদান ইতিহাসে জায়গা করে নিয়েছে। ছবিতেও দেখা গেল নিজের হাতে স্বর্গে নতুন কিছু তৈরিতে ব্যস্ত তিনি। এবং দেখা গেল সবকিছু দূর থেকে একমনে উপভোগ করছেন দুই দেবদূত।
