টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


শোকে পাথর আল্লু-রামচরণ


দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রামচরণের বাড়িতে শোকের ছায়া৷ দুই তারকা হারালেন তাঁদের প্রিয় ঠাকুমা ও দিদা কনকরত্নম্মাকে ৷ আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ ও রাম চরণের মা সুরেখা হলেন মাতৃহারা৷ প্রয়াত হয়েছেন কনকরত্নম্মা। শোকাহত আল্লু পরিবার। কিংবদন্তি অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী ৯৪ বছর বয়সী এই অভিনেতা শনিবার ভোরবেলা কোকাপেটে তাঁদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৩০ আগস্ট শনিবার বিকেলে কোকাপেটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কনকরত্নম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই, আল্লু অর্জুনের মামা চিরঞ্জীবী-সহ মেগা পরিবারের সদস্যরা আল্লু অরবিন্দের বাড়িতে ছুটে যান। শুটিংয়ের জন্য মহীশূরে থাকা রাম চরণ দুপুরের মধ্যে হায়দরাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে৷ অন্যদিকে, ইতিমধ্যেই মুম্বই থেকে বাড়িতে পৌঁছেছেন অভিনেতা আল্লু অর্জুন৷ প্রিয় তারকাদের জীবনে শোকের ছায়া আসতেই সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন অনুরাগীরা।

 

প্রেমে পড়লেন এষার প্রাক্তন স্বামী 


গত বছর ভারত তখতানির সঙ্গে ডিভোর্স হয়ে যায় এষার। ইতি পড়ে ১১ বছরের দাম্পত্যে। দুই সন্তান নিয়ে এখন একা নায়িকা। ওদিকে নতুন সম্পর্কে জড়ালেন ভরত। উদ্যোক্তা মেঘনা লাখানির সাথে তাঁর সম্পর্কের কথা এবার রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন এষার প্রাক্তন স্বামী। সম্প্রতি ইনস্টাগ্রামে ভরত ও মেঘনা একসঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন। এষা দেওলের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যেই নতুন সম্পর্কের কথা খুল্লমখুল্লা জানিয়ে দিলেন ভারত তখতানি। স্পেনের মাদ্রিদে ওরিজেন দে লাস ক্যারেটেরাস রেডিয়ালেস নামের একটি ফলকের পাশে বসে একটি ছবি ভাগ করেছেন মেঘনা। ছবিতে দু'জনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। এটি শেয়ার করে মেঘনা লিখেছেন, ‘যাত্রা এখান থেকেই শুরু’, ছবিতে তিনি ভারতকেও ট্যাগ করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ভরত একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি এবং মেঘনা রাস্তায় দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। ভরত তাঁকে বাহুডোরে আগলে রেখেছেন। এই ছবি দেখে নেটিজেনদের আর দুয়ে দুয়ে চার করার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন: 'শুটিংয়ের শেষ দিনে একে অপরকে জড়িয়ে ধরে..' ক্যামেরার আড়ালে কী কাণ্ড ঘটিয়েছিলেন অহন-অনিত?


সারা-আয়ুষ্মানের ক্রু-মেম্বার গ্রেফতার 

 

প্রয়াগরাজে শুরু হয়েছে ‘পতি পত্নী অউর উওহ ২’-এর শুটিং, আর শুরুর সঙ্গেই দেখা দিয়েছে তুমুল নাটকীয়তা। কিছু ভাইরাল ভিডিও অনুযায়ী, শহরের স্থানীয় বাসিন্দারা ছবির ক্রু সদস্যদের মারধর করেছেন। ছবির প্রযোজকরা এখনও যদিও এ ঘটনার সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেননি। ভিডিওয় দেখা যাচ্ছে, তিনজন ব্যক্তি এক ক্রু সদস্যকে প্রহার করছেন। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, সারা আলি খান এবং আয়ুষ্মান খুরানা উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হয়েছেন। সেটি যদিও কোনও দৃশ্যের অংশ বলেই মনে করা হচ্ছে। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, একটি গাড়ির দৃশ্য শুট করছিলেন এমন এক ক্রু সদস্যের কাছে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন দু’জন স্থানীয় ব্যক্তি। অভিযোগ, সেখান থেকেই ক্রু সদস্যদের সঙ্গে স্থানীয়দের ঝগড়া বাঁধে এবং পরবর্তীতে স্থানীয়রা তাদের মারধর করেন। এমনও দাবি করা হচ্ছে যে, যিনি প্রহৃত হয়েছেন, তিনি ছবির পরিচালক। কয়েকজন স্থানীয় মানুষ যদিও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন, তবুও অনেকে মারধরে যোগ দেন এবং শেষমেশ ঘটনাস্থলে হাতাহাতি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিআর চোপড়া ফিল্মসের প্রোডাকশন হেড জোহেব সোলাপুরওয়ালার উপর স্থানীয় কয়েকজন যুবক হামলা চালায়। এরপর ২৮ অগস্ট প্রোডাকশনের লাইন প্রযোজক সৌরভ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে সিভিল লাইন থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত মেরাজ আলিকে গ্রেফতার করেছে।