নিজস্ব সংবাদদাতা: ঋতুপর্ণ ঘোষের প্রয়াণে প্রিয় ঋতুদাকে ভুলতে পারেননি টলি তারকারা। তাঁর স্মৃতি আজও জীবিত। ঋতুপর্ণ ঘোষ বাংলা ছবির এক অধ্যায়ের নাম। তাঁর পরিচালনায় অভিনেতা সত্তা খুঁজে পেয়েছেন বহু তারকা। আজও তাই স্মৃতির পাতায় অমলিন পরিচালক।
ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় বড়পর্দায় আসছে 'গৃহপ্রবেশ'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমল। শুক্রবার ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ বহু তারকা।
এই ছবি আসলে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা নিবেদনের একটি প্রয়াস। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে আবির চট্টোপাধ্যায় প্রিয় ঋতুদাকে নিয়ে অজানা কথা বললেন। তিনি জানান, ঋতুপর্ণ ঘোষ 'ব্যোমকেশ' পরিচালনার কথা ভেবেছিলেন। পরিচালকের চোখে 'ব্যোমকেশ বক্সী' ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু ২০১০ সালে অঞ্জন দত্ত আবির চট্টোপাধ্যায়কে নিয়ে 'ব্যোমকেশ বক্সী' করায় আর এগোননি ঋতুপর্ণ ঘোষ। তাঁর পরিকল্পনা বাস্তবায়ন আর হয়নি। যদিও এ নিয়ে কখনও আক্ষেপ প্রকাশ করেননি তিনি, এমনটাই জানালেন আবির চট্টোপাধ্যায়।
