সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ভোট দিতে এসে ভাষা বিতর্ক উসকে দিলেন আমির!
মহারাষ্ট্রের নির্বাচনের দিন নাগরিকের দায়িত্ব পালন করলেন আমির খান। সেই সময়ই তিনি ভাষাগত বিতর্ক উসকে দিলেন। এদিন ভোট দিয়ে বেরিয়ে ফটোগ্রাফাররা তাঁকে ছেঁকে ধরে পোলিং বুথের বাইরে। তখনই আমির খান তাঁর সহনাগরিকদের অনুরোধ করেন সকলে যেন ভোট দেন, নাগরিকের দায়িত্ব পালন করেন। তবে তিনি তাঁর এই গোটা বক্তব্য হিন্দি নয়, এমনকী ইংরেজিও নয়, মারাঠি ভাষায় বলেন। এরপর যখন তাঁকে কিছু সাংবাদিক তাঁর বক্তব্য হিন্দিতে রিপিট করতে বলেজ তখন অভিনেতা স্পষ্ট বলেন, 'হিন্দিতে? এটা তো মহারাষ্ট্র ভাই!' বলেই ব্যঙ্গের একটা হাসি ছুঁড়ে দেন। পরবর্তীতে সাংবাদিকরা যখন তাঁকে বলে যে এই ভিডিও দিল্লিতেও দেখানো হবে তখন অভিনেতা তাঁর বক্তব্য ইংরেজিতে বলেন। অভিনেতার কথায়, 'ও, দিল্লিতেও দেখানো হবে? খুবই ভাল ব্যবস্থাপনা করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব যাতে সকলে এসে তাঁদের ভোট দান করেন।' তাঁর এই ভিডিও যেন নতুন করে ভাষাগত বিতর্ক, হিন্দি যে রাষ্ট্র ভাষা নয় সেটাকেই উসকে দিল নতুন করে। 

বিচ্ছেদের পরেও ভাঁটা পড়েনি বন্ধুত্বে, ক্যামেরাবন্দি হল সুজান এবং হৃতিকের কোন মুহুর্ত? 
এদিন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে প্রেমিক আর্সলান গোনির সঙ্গে বেরিয়ে আসছেন সুজান খান। সেই সময় ভিডিও কলে কারও সঙ্গে কথা বলতে দেখা যায় সুজানকে। কার সঙ্গে প্রেমিকা কথা বলছেন সেটা ফাঁস করে দেন আর্সলান। তিনি সুজানের হাত থেকে ফোনটা নিয়ে সাংবাদিকদের দেখান। তখনই জানা যায় সুজান আদতে আর অন্য কারও সঙ্গে নয়, বরং প্রাক্তন স্বামী হৃতিক রোশনের সঙ্গে কথা বলছেন। এই বিষয়ে বলে রাখা ভাল, বিচ্ছেদ হলেও এখনও তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। সুজানের পরিবারকে আজও নিজের পরিবার মনে করেন বলিউডের গ্রিক গড। প্রাক্তন স্ত্রীর বাবাকে বাবা ডাকেন, এমনকী সুজানের মায়ের মৃত্যুর সময়ও তিনি প্রাক্তন স্ত্রীর পাশে ছিলেন। হৃতিক এবং সুজানের এই সম্পর্ক যেন অনেকের কাছেই উদাহরণ। তাঁরা একসঙ্গে তাঁদের দুই সন্তানকে মানুষ করছেন। 

'ব্রাউন তারকা'কে হলিউডে লঞ্চ করার জন্য কটাক্ষ সইতে হয় প্রিয়াঙ্কার ম্যানেজারকে! 
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া গ্লোবাল স্টার। বলিউড, দক্ষিণী ছবির পাশাপাশি হলিউডেও জমিয়ে কাজ করছেন। কিন্তু তাঁকে পশ্চিমী সিনে দুনিয়ায় লঞ্চ করতে গিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার অঞ্জুলা আচার্যকে! আমেরিকায় 'ব্রাউন তারকা' বলে কটাক্ষ করা হয় প্রথমে। কিন্তু তারপর অভিনেত্রী তাঁর অভিনয়ের দাপটে সকলের মন জয় করে নিয়েছেন। তিনি শীঘ্রই বলিউডে কামব্যাক করতে চলেছেন।