নিজস্ব সংবাদদাতা: উইন্ডোজ প্রোডাকশনের বৃহস্পতি যে তুঙ্গে তা সদ্য মুক্তি পাওয়া 'বহুরূপী'র বক্স অফিসের অঙ্ক দেখলেই বোঝা যাচ্ছে। এই সাফল্যের মাঝেই এল আরও এক সুখবর।
পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবির নাম 'আমার বস'। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে আসছে এই ছবি।
ছবি মুক্তি পাওয়া নিয়ে সব জল্পনা কাটিয়ে খবর এসেছিল পুজোয় মুক্তি পাচ্ছে ছবিটি। কিন্তু কিছু জটিলতার জন্য 'আমার বস'-এর মুক্তির সময় আবার পিছিয়ে যায়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে আলোচনা চলছে ছবি মুক্তির সময় নিয়ে, এখনও কিছু চূড়ান্ত হয়নি।
তবে এর মাঝেই ছবি ঘিরে এল সুখবর। ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত হয়েছে ছবিটি। 'আমার বস'-এর সঙ্গে 'ভূতপরী' ও 'অঙ্ক কী কঠিন' ছবি দু'টিও জায়গা করে নিয়েছে এই তালিকায়।
প্রসঙ্গত, 'আমার বস'-এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে শ্রুতি দাসের। ছোটপর্দায় পরিচিতি লাভ করলেও বড়পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। ছবিতে রাখি গুলজার যেন আলাদা চমক। অভিনেত্রী এই পরিচালকদ্বয়ের ‘হামি’ ছবিটি দেখে খুব খুশি হন। তারপর যখন 'আমার বস'-এর জন্য তাঁরা, তাঁকে অভিনয়ের অনুরোধ জানিয়েছিলেন তখন তিনি হিন্দিতে 'হামি' করার পাল্টা অনুরোধ রাখেন। এও জানান, তিনি অপরাজিতা আঢ্য অভিনীত চরিত্রটি করতে চান। এরপর নতুন ছবির গল্প শোনেন। এবং রাজি হন 'আমার বস'-এর জন্য।
