সংবাদসংস্থা মুম্বই: এ আর রহমানের সঙ্গে সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনে এবার বিচ্ছেদের পথে হেঁটেছেন রহমান-সায়রা। একই সঙ্গে রহমানের গানের দলের সদস্য, গিটারিস্ট মোহিনী দের বিয়ে ভাঙায় রহমানের সঙ্গে তাঁর প্রেমচর্চাও শুরু হয়।
কিন্তু নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। বরং বারবার রহমানকে 'সেরার সেরা' বলে অভিহিত করেছেন। এর আগে তাঁদের বিচ্ছেদের চর্চায় সায়রা বানু, জানিয়েছিলেন গত কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে চেন্নাইতে নেই। কিন্তু রহমানকে কটূক্তি না করতে অনুরোধ করেছিলেন।রহমানকে একজন রত্ন, বিশ্বের সেরা মানুষ বলেও অভিহিত করেছিলেন সায়রা।
এবার জানা যাচ্ছে, অসুস্থতা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এমনকী অস্ত্রপ্রচারও হয় সায়রার। কিন্তু এই মুহূর্তে সুস্থ আছেন তিনি। মুম্বই সংবাদমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র জানান, সায়রা তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনদের। এবং রহমানকেও মানসিকভাবে তাঁর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
