নিজস্ব সংবাদদাতা, মুম্বই: প্রকাশ্যে এল বিনোদন জগতের সবচেয়ে বড় পুরস্কার বিজেতাদের নাম৷ শুক্রবার ৭০তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷ এদিন দুপুর দেড়টা নাগাদ দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। এবার সেই ছবিগুলিকে পুরস্কার দেওয়া হয়েছে, যেগুলি ফিল্ম সেন্সর বোর্ড থেকে ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-র মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। তাহলে জেনে নিন কারা পেলেন সেরার শিরোপা-

সেরা ছবি- আত্তাম (সেরা ফিচার ছবি), কান্তারা (সেরা ছবি), ব্রহ্মাস্ত্র (সেরা ভিএফএক্স ছবি)

সেরা পরিচালক- সুরজ বারজাতিয়া (উঁচাই)

সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)

সেরা অভিনেত্রী- নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম), মানসী পারেখ ( গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস)

সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা মেকআপ- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)

সেরা ডকুমেন্টারি- মারমারস অফ দ্য জঙ্গল

স্পেশাল মেনসন- ১)গুলমহর (মনোজ বাজপেয়ী) ২) কাধিকান (মালয়লম) মিউজিক ডিরেক্টর সঞ্জয় সলীল চৌধুরী

সেরা হিন্দি ছবি – গুলমোহর

সেরা আবহমান সঙ্গীত- এ আর রহমান (পনিয়িন সেলভান ২)

সেরা সহ অভিনেত্রী- নীনা গুপ্ত (উঁচাই)

সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (ব্রহ্মাস্ত্র)

সেরা গায়ক- অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)

সেরা প্রোডাকশন ডিজাইন - অপরাজিত (বাংলা)

সেরা এডিটিং অ্যাওয়ার্ড- আত্তম (মালয়লম)

সেরা লিরিক্স- ফৌজা (নওশাদ সদর খান)

সেরা স্টান্ট কোরিয়োগ্রাফি- (কেজিএফ ২)

প্রসঙ্গত, ২০২৩ সালে ৬৯তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা হয়েছিলেন আল্লু অর্জুন৷ 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য তাঁকে সেরা অভিনেতা নির্বাচিত করা হয় ৷ একই সঙ্গে আলিয়া ভাট 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির জন্য এবং কৃতি জেতেন 'মিমি' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন৷ সেরা ফিচার ফিল্ম ছিল রকেট্রি দ্য নাম্বি এফেক্ট ৷