নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ডিসেম্বর থেকেই কলকাতা জুড়ে জমে উঠবে ছবির মেলা। নানা স্বাদের সিনেমা চেখে দেখার অপেক্ষায় চলচ্চিত্র উৎসবমুখী কলকাতার দর্শক। শুক্রবার রবীন্দ্র সদনে হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রমুখ।সেখানেই ঘোষণা হল এবারের ফোকাস দেশ ফ্রান্স।


জন্মশতবর্ষ উপলক্ষে এবারের ফেস্টিভ্যালে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, সেরগেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্রগুপ্ত, মহম্মদ রফি, তালাত মাহমুদ ও সুরকার মদন মোহনকে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে। 

 

উৎসবে প্রদর্শিত হবে তপন সিনহা পরিচালিত 'কাবুলীওয়ালা', 'নির্জন সৈকতে', 'গল্প হলেও সত্যি' ও 'হারমোনিয়াম' ছবি।  মার্লন ব্র্যান্ডো অভিনীত 'দ্য গডফাদার' এবং 'ভিভা জাপাটা' রয়েছে এই তালিকায়। শতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলির তালিকায় রয়েছে মার্সেলো মাস্ত্রোরোইয়ান্নির 'লা দোলচে ভিতা', সের্গেই পারাজানাভের 'দ্য কালার অফ পোমিগ্রেনেটস্', হরিসাধন দাশগুপ্তের 'একই অঙ্গে এত রূপ'। তালিকায় জায়গা করে নিয়েছে অরুন্ধতী দেবীর 'ভগিনী নিবেদিতা' এবং আক্কিনেনি নাগেশ্বর রাও-এর 'দেবাদাসু'।

 


এ বছর প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি পূর্ম দৈর্ঘের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। এ ছাড়াও ১০৩টি ছবি দেখানো হবে, যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। এ বার ২৯টি দেশ অংশগ্রহণ করেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শহরের ২০টি জায়গায় সিনেমা প্রদর্শিত হবে। দেখানো হবে মোট ১৭৫টি ছবি।

সারা বছর ধরে অপেক্ষার পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসা দেশবিদেশের ছবি দেখতে আপাতত মুখিয়ে সিনেমাপ্রেমী দর্শক।