‘হীরা আম্মা’। ২০০৯ সালের মা ধারাবাহিকের হীরা আম্মাকে এখনও মনে রেখেছেন দর্শকেরা, অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই চরিত্র খুব কাছের। তাঁর জীবনের অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। ‘জন্মভূমি’-র পর এই ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ১৬ বছর আগে এমন সময়েই মা ধারাবাহিকে ‘হীরা আম্মা’র পথ চলা শুরু হয়েছিল। সেই কথা-ই অনুরাগীদের মনে করিয়ে দিয়ে ফেসবুকে রবিবার রাতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। 

 

 

সোমা বন্দ্যোপাধ্যায় লিখলেন, “২০০৯ সালের আজকের দিনে অর্থাৎ ১৯শে অক্টোবর SVF এর প্রযোজনায় রাত ০৮:০০ টায় Star Jalsha এর পর্দায় শুরু হয়েছিল "তোমার ছাড়া ঘুম আসে না মা" ধারাবাহিকটির সম্প্রচার।হ্যাঁ, আজ “মা” ধারাবাহিকের ১৬ বছরের জন্মদিন। ধারাবাহিকটি শুরুর কিছু দিনের মধ্যেই TRP তালিকায় “মা” অধিকার করে নেয় এক নম্বর স্থান, তারপর তো সকলেরই জানা।অনেকেই বলে ধারাবাহিক সংবাদপত্রের মতো, আজ দেখলে কাল আর মানুষ মনে রাখেন না। কিছু ক্ষেত্রে হয়তো ঠিকই কথাটি, তবে এই কথাও ঠিক যে ভালো কাজ মানুষ মনে রেখে দেয় সবসময় তাই আজ এতো বছর পরও ধারাবাহিকটির প্রত্যোকটি চরিত্রকে, আমার অভিনীত “হীরাম্মা” চরিত্রটিকে আপনারা যেভাবে মনে রেখেছেন এবং সমানভাবে ভালোবাসেন তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে এর থেকে বড়ো পাওয়া আর কি হতে পারে! এভাবেই “মা” সকলের মনের মণিকোঠায় থেকে যাক বছরের পর বছর। ধন্যবাদ ও ভালোবাসা SVF Television Poonam Jha Sahana Dutta Debangshu sengupta Tithi Basu Chhanda Karanji Chattopadhyay Mahua Halder Bhaswar Chatterjee Ayush Das Chandraniv Mukhopadhyay Aritra Dutta Rohit Mukherjee Srijit Roy Supriyo Mukherjee সকলকে ।কারা কারা সেই সময় “মা” দেখতেন জানাবেন কমেন্ট করে”

(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল। )

 

 

আরও পড়ুন: ‘ওয়ার ২’-এর ভরাডুবি-ই কাল হল? ‘ধুম ৪’-এর পরিচালক পদ ছাড়লেন না ছাড়তে বাধ্য হলেন অয়ন?

 

 

অন্যদিকে, ধারাবাহিককে অভিনয়ের পাশাপাশি আবার থিয়েটারে ফিরেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়।নিজের শিকড়ের কাছে বারবার ফিরতে হয়, এমনটাই মনে করেন তিনি। অন্যদিকে, জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

 

টলিউডে কান পাতলেই শোনা যায়, সকলের খুব পছন্দের একজন মানুষ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সকলকে খুব সহজেই নিজের করে নিতে পারেন তিনি, যদিও পর্দায় একাধিকবার অত্যন্ত নেতিবাচক চরিত্রে দর্শকদের সামনে এসেছেন তিনি, তবে বাস্তবে শুধুই ভালবাসা দিতে পারেন অভিনেত্রী। নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও একই রকম সাবলীল সোমা বন্দ্যোপাধ্যায়। তবে নেতিবাচক চরিত্রে বারবার দর্শকদের কাছে বেশি করে সমাদৃত হয়েছেন তিনি। সোমা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি ব্যবহারের জন্যই সকলের খুব প্রিয় মানুষ তিনি। সেই কারণেই আজও পর্দার ‘ঝিলিক’ বা ‘ফুলকি’দের সঙ্গে ভাল সম্পর্ক তার, এমনকী কিছুদিন আগেই তাদের সঙ্গে সময়ও কাটান তিনি।