আজকাল ওয়েবডেস্ক: স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ''গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।'' শিক্ষার তুলনায় আমাদের সমাজে খেলাধুলাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। বরং তাকে অবমূল্যায়ণই করা হয়। কিন্তু একজন আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে বেড়ে ওঠা এবং সংশ্লিষ্ট  ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের পিছনে খেলাধুলার ভূমিকা এবং গুরুত্ব যে অপরিসীম। এ কথা অনস্বীকার্য নয়।  

স্বামীজীর ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়ে সিবিএসই ক্লাস্টার ২ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর আয়োজন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল দুর্গাপুর।প্রতিযোগিতা শুরু হয় আজ মঙ্গলবার থেকে। চলবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। প্রায় ৪৩টি নথিভুক্ত স্কুল, ৬০০ জন ছাত্র, শিক্ষক এবং ম্যানেজাররা অংশ নেন এই বিশাল প্রতিযোগিতায়।  ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গের ছাত্ররা এই ক্রীড়া উদযাপনে সামিল হয়। 

 

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে সতর্কবাণী, স্টোকসকে নিয়ে চিন্তায় ইংল্যান্ডের প্রাক্তন তারকা

টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুল ডিভিশনের সহকারী ডিরেক্টর সন্দীপ দাস ও দুর্গাপুর এনটিপিএস পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ নাসরিন সুলতানা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তাঁরাও এই অনুষ্ঠান নিয়ে গর্বিত এবং আনন্দিত। 

এই প্রসঙ্গে স্কুলের প্রিন্সিপাল সুকুমার মহাপাত্র বলেন, ''সমস্ত ধরনের প্রচেষ্টায় আমাদের গ্রুপের ভূমিকা প্রশংসনীয়। খেলাধুলা আধ্যাত্মিক সাধনা বললেও অত্যুক্তি করা হবে না। চ্যালেঞ্জের বাইরেও এক পরিপূর্ণতার অনুভূতি এনে দেয় শিক্ষার্থীদের মননে। দক্ষতা প্রদর্শনের সুযোগ প্রদান করে ছাত্রছাত্রীদের এবং নিজেদের মূল্যায়নের সুযোগও দেয়। যেহেতু খেলাধুলা আমাদের দেশের এবং আমাদের গ্রুপের লালিত স্বপ্নগুলির মধ্যে অন্যতম। তাই প্রতিযোগিতার সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার চেষ্টা করাই আমাদের কাজ।'' 

সামগ্রিকভাবে এই ধরনের প্রতিযোগিতার সূচনা প্রশংসার দাবি রাখে। আশা করা যায় অংশগ্রহণকারী এই তরুণদের মধ্যে কয়েকজনের অংশগ্রহণে ভলিবল দেশের অন্যতম প্রধান খেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।

আরও পড়ুন: এত নম্বর থাকতে হঠাৎ ৭৪ কেন? ইস্টবেঙ্গলের নতুন তারকা রশিদের জার্সিতে রয়েছে বিরাট রহস্য