আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ড (পিএফ) গ্রাহকদের জন্য প্রতিদিন নতুন নিয়ম তৈরি করে চলেছে। এর প্রভাবও দেখা যাচ্ছে। পিএফ গ্রাহকরা যদি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন আর কোনও নথি দেখাতে হবে না। আপনি কোনও নথি ছাড়াই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আপনি এটা শুনে অবাক হতে পারেন, তবে চিন্তা করবেন না।

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল থেকে টাকা তোলার জন্য আপনাকে আর কোনও নথি জমা দিতে হবে না। আপনি কোনও অতিরিক্ত কাগজপত্র ছাড়াই সহজেই টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সংসদে এই বিষয়ে বড় তথ্য শেয়ার করেছে। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কী আপডেট দিয়েছে?
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সংসদে তথ্য দেওয়ার সময় বলেছে যে, যদি আপনার পিএফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, প্যান এবং ব্যাঙ্কের বিবরণ আপডেট করা হয় এবং EIFFO-এর সঙ্গে সম্পূর্ণ তথ্য মিলে যায়, তাহলে এক ক্লিকেই আপনার কাছে টাকা চলে আসবে। একটি কম্পোজিট ক্লেম ফর্মের সাহায্যে, আপনি বিয়ে, বাচ্চাদের শিক্ষা, বাড়ি কেনা বা চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনের জন্য পিএফ অ্যাকাউন্টে জমানো টাকা তুলতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বা অন্যান্য সার্টিফিকেট না দেখিয়েই এটি করতে পারবেন। উল্লেখ্য যে, জালিয়াতি এড়াতে, ইপিএফও আধার ওটিপি এবং ফেস ভেরিফিকেশন করা বাধ্যতামূলক করেছে। অতএব, নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্ট সক্রিয় আছে এবং বিবরণ আপডেট করা হয়েছে। যাই হোক, আজকাল, ৯০ শতাংশেরও বেশি দাবি অনলাইনে করা হচ্ছে।

অটো-সেটলেমেন্টে মাত্র তিন দিন সময় লাগে। ইপিএফও পোর্টালে গিয়ে আপনার UAN, আধার, প্যান এবং ব্যাঙ্কের বিবরণ পরীক্ষা করে আপডেট করতে হবে। প্রয়োজনে আপনি শীঘ্রই টাকা তুলতে পারবেন।

অনলাইন প্রক্রিয়ায় কীভাবে টাকা তুলবেন?
পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াটি বেশ সহজ। এর জন্য, প্রথমে আপনাকে আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে EPFO পোর্টাল বা উমঙ্গ অ্যাপে লগ ইন করতে হবে। তারপর নিশ্চিত করুন যে আধার, প্যান এবং ব্যাঙ্কের বিবরণ লিঙ্ক এবং যাচাই করতে হবে। এরপর, ‘অনলাইন সার্ভিসেস’-এ যান এবং ‘দাবি (ফর্ম-৩১, ১৯, ১০সি)’ নির্বাচন করুন, টাকা তোলার কারণ (যেমন বিয়ে, চিকিৎসা, বাড়ি কেনা) এবং পরিমাণ লিখুন।

তারপর আপনাকে আধার ওটিপি বা ফেস ভেরিফিকেশন সহ ফর্মটি জমা দিতে হবে। পরবর্তীতে, যদি নথি ছাড়াই বিবরণ আপডেট করা হয়, তাহলে তিন দিনের মধ্যে অটো-সেটলেটমেন্টের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে।