আজকাল ওয়েবডেস্ক: ভারতের ডাক বিভাগ দেশের সাধারণ নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরণের সঞ্চয় প্রকল্প পরিচালনা করে। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট, টাইম ডিপোজিট, মাসিক আয় প্রকল্প, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র-সহ অনেক ধরণের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে (এমআইএস), বিনিয়োগকারীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট সুদ পান। এই সুদের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। পোস্ট অফিস এমআইএস স্কিমে এক লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে কত সুদ পাওয়া যাবে?
পোস্ট অফিস এমআইএস স্কিমে বার্ষিক ৭.৬ শতাংশ সুদ দেওয়া হয়
পোস্ট অফিস তার গ্রাহকদের মাসিক আয় স্কিমে ৭.৬ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। পোস্ট অফিসএমআইএস স্কিমে কমপক্ষে ১০০০ টাকা জমা করা যেতে পারে। এই স্কিমের অধীনে, একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লক্ষ টাকা জমা করা যেতে পারে। আপনি যদি একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি এতে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক তিন জনকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
সমস্ত জমা করা টাকা মেয়াদপূর্তির পর ফেরত দেওয়া হবে
পোস্ট অফিসে একটি এসআইএস অ্যাকাউন্ট খুলতে হলে, আপনার পোস্ট অফিসেই একটি সঞ্চয় অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনি এখনও পোস্ট অফিসে একটি সঞ্চয় অ্যাকাউন্ট না খোলেন, তাহলে এমআইএস স্কিমে বিনিয়োগ শুরু করার আগে আপনাকে একটি সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে হবে। পোস্ট অফিসের এই স্কিমটি পাঁচ পাঁচ বছরের মেয়াদে হয়। আপনি যদি পোস্ট অফিসের এমআইএস স্কিমে ১,০০,০০০ টাকা জমা করেন, তাহলে আপনি প্রতি মাসে ৬৩৩ টাকার নির্দিষ্ট সুদ পাবেন। সেই সঙ্গে, মেয়াদপূর্তির পরে আপনার সম্পূর্ণ ১,০০,০০০ টাকাও ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন- বিপদে পড়লে কয়েক মাস ইএমআই স্থগিত রাখা যায়, প্রভাব পড়ে না ক্রেডিট স্কোরে, জানুন কীভাবে...
আরও পড়ুন- এসবিআই-এর বাম্পার সুদ, তিন লক্ষ টাকার এফডি করলেই হবেন মালামাল, জানুন বিস্তারিত...
