আজকাল ওয়েবডেস্ক: নিজের অবসরকে সুরক্ষিত করার জন্য আগে থেকেই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যদি সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তবে অবসর হবে একেবারে নিশ্চিন্ত। ধরে নিন যদি আপনি ১ লক্ষ টাকা এসআইপি করেন তবে এক বছর পর আপনি ফেরত পাবেন ১.১২ লক্ষ টাকা।
তাহলে দেখে নিন মাত্র ১ বছরের মধ্যে ১২ হাজার টাকার সুদ কিন্তু বর্তমানে কোনও ব্যাঙ্ক দেয় না। যদি কেউ ২ লক্ষ টাকা বিনিয়োগ করে তবে একবছর পরে সে হাতে পারেন ২.২০ লক্ষ টাকা। তাহলে একবছরে তার হাতে এল ২০ হাজার টাকা। আবার যদি এই ২.২০ লক্ষ টাকা সে ফের আরও একবছর রেখে দেয় তবে সেই টাকার পরিমান হবে ২.৪২ লক্ষ টাকা।
যদি কেউ মাসে ৫০০ টাকা এসআইপিতে বিনিয়োগ করতে থাকে তবে ৪০ বছরে ১২ শতাংশ সুদের হারে তবে হাতে আসবে ২ লক্ষ ৪০ হাজার টাকা। অন্যদিকে যদি সুদের হার ১২ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয় তবে সেই ব্যক্তির লাভের পরিমান হবে ৮৬ লক্ষ ৫০ হাজার ৫৫২ টাকা।
যদি কেউ ১২ শতাংশ সুদের হার ধরে ১০ হাজার টাকার এসআইপি করেন তবে ৪০ বছরে তিনি বিনিয়োগ করবেন মোট ৪৮ লক্ষ টাকা। কিন্তু তিনি সুদ নিতে হাতে পাবেন ৯ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৭১০ টাকা। আবার যদি সুদের হার ১৪ শতাংশ হয় তবে হাতে পাবেন ১৭ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ৪০ টাকা।
