আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট করবেন ভাবছেন। তাহলে দেরি না করে এই দুই ব্যাঙ্কে চলে যান। এই দুটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট ভাল সুদ দিচ্ছে। ফলে আপনার টাকা ভাল সুদ পাবে। 

 

আরবিএল ব্যাঙ্ক তাদের একটি নতুন প্রকল্পের সূচনা করেছে। এখানে সিনিয়র সিটিজেন জন্য ৮. ৬০%, সুপার সিনিয়র সিটিজেন পাবেন ৮. ৮৫% এবং সাধারণ জন্য ৮. ১% হারে সুদ দিচ্ছে। তাহলে দেরি করা ঠিক হবে না।

 

আইডিবিআই ব্যাঙ্ক সাধারণ জন্য ৭. ০৫%, সিনিয়র সিটিজেন ৭. ৫৫% সুদ দিচ্ছে। 

 

উৎসবের মরশুম সামনে। তার আগে বিভিন্ন ব্যাঙ্ক নিজেদের নানা প্রকল্পের ঘোষণা করছে। কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে তিনি নানা প্রকল্পের কথা বলেন। তাই এবার এই পদক্ষেপ নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।