আজকাল ওয়েবডেস্ক: স্থায়ী আমানতে (এফডি) সুদের হার বদল করল ফেডারেল ব্যাঙ্ক। মেয়াদী আমানতে সুদের হার সংশোধন করা হয়েছে। তিন কোটি টাকার কম এফডির জন্যও নয়া সুদের হার কার্যকর হয়েছে। সংশোধনের পরেও, ব্যাঙ্কটি প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক অতিরিক্ত ৫০ বিপিএস সুদ দিচ্ছে। সাধারণ নাগরিকরা সর্বনিম্ন ৩ শতাংশ এবং সর্বোচ্চ ৬.৭০ শতাংশ হারে সুদ পান। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ।
যে কেউ মাত্র ১,০০০ টাকা বিনিয়োগ করে একটি এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাঙ্কটি স্বয়ংক্রিয় পুনর্নবীকরণও ব্যবস্থাও প্রদান করে, মেয়দ ফুরানোর আগে টাকা তোলারও সুযোগ রয়েছে। তাসত্ত্বেও ব্যাঙ্কটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ প্রদান করে।
ব্যাঙ্কটি ৩৬ মাসের এফডিতে সর্বোচ্চ সুদের হার অফার করছে। ১ বছরের বেশি মেয়াদের সকল আমানতে ৬ শতাংশের বেশি সুদের হার দেওয়া হয়। সাধারণ নাগরিকদের জন্য ব্যাংকটি ৬.৬০ শতাংশ হারে সুদ দেয়। ৬০ বছরের বেশি বয়সীদের জন্য সুদের হার ৭.১০ শতাংশ। সকল ব্যাঙ্ক সময়ে সময়ে তাদের স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করে। তাই, ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটতম শাখা পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বার্ষিক আমানতের সুদের হার
ফেডারেল ব্যাঙ্ক ১৭ নভেম্বর থেকে বার্ষিক আমানতের জন্য নতুন সুদের হার কার্যকর করেছে। ৫ থেকে ১০ বছর মেয়াদের আমানতের জন্য, সাধারণ জনগণকে ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য, সুদের হার ৭ শতাংশ। ১০ বছরের বেশি এবং ২০ বছর পর্যন্ত মেয়াদের আমানতের জন্য, এই ব্যাঙ্ক সাধারণ জনগণকে ৬ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.১৫ শতাংশ রিটার্ন প্রদান করছে। এই সুবিধা শুধুমাত্র ভারতীয়দের জন্য উপলব্ধ। ৫ থেকে ২০ বছরের জন্য বিনিয়োগ অনুমোদিত। আমানতের পরিমাণ অবশ্যই ১৫ লক্ষ এবং ২ কোটির কম হতে হবে।
মেয়াদ এবং সুদের হার
৭ দিন থেকে ২৯ দিন - ৩ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন - ৩.২৫ শতাংশ
৪৬ থেকে ৯০ দিন - ৪.২৫ শতাংশ
৯১ দিন থেকে ১৮০ দিন - ৪.৫০ শতাংশ
১৮১ দিন - ৬ শতাংশ
১৮২ দিন থেকে ২৭০ দিন - ৫.৫০ শতাংশ
২৭১ দিন থেকে ১ বছরের কম - ৫.৯০ শতাংশ
১ বছর - ৬.২৫ শতাংশ
১ বছরের বেশি এবং ১৫ মাসের কম - ৬.৫০ শতাংশ
১৫ মাস - ৬.৬০ শতাংশ
১৫ মাসের বেশি এবং ৩৬ মাসের কম - ৬.৫০ শতাংশ
৩৬ মাস - ৬.৭০ শতাংশ
৩৬ মাসের বেশি এবং ১০ বছর পর্যন্ত - ৬.৫০ শতাংশ
১০ বছরের বেশি এবং ২০ বছর পর্যন্ত - ৬ শতাংশ
