আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি আপনার সঞ্চয়কে ফিক্সড ডিপোজিট হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য লক করতে চান তবে আগে থেকেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে দেখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদিও অধিকাংশ ব্যাঙ্ক প্রায় কাছাকাছি হারে সুদ দেয়। তবুও যে ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে সেটিকে বেছে নেওয়াই শ্রেয়। কারণ মাত্র ৫০ বেসিস পয়েন্টের (০.৫০%) পার্থক্যও দীর্ঘমেয়াদে মোট আয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।


উদাহরণস্বরূপ, আপনি যদি ১০ লক্ষ টাকার একটি ৫ বছরের এফডি এমন একটি ব্যাঙ্কে রাখেন, যেখানে বার্ষিক সুদ ৬ শতাংশের পরিবর্তে ৬.৫০ শতাংশ দেওয়া হচ্ছে, তবে এক বছরে আপনি অতিরিক্ত ৫,০০০ আয় করতে পারবেন। আবার যদি এটি ৩ বছরের মেয়াদি এফডি হয়, তবে আপনার বাড়তি আয় হবে প্রায় ১৫,০০০। তাই বিনিয়োগের আগে সঠিক ব্যাঙ্ক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: সিনিয়রকে বোকা বানাতে গিয়ে বিপত্তি! সৌজন্যে ওয়ার্ক ফ্রম হোম


এখন দেখা যাক বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বর্তমানে কত শতাংশ হারে সুদ দিচ্ছে—
এইচডিএফসি ব্যাঙ্ক : দেশের সবচেয়ে বড় বেসরকারি খাতের এই ব্যাঙ্ক ২৫ জুন ২০২৫ থেকে কার্যকর হারে ১ বছরের এফডির জন্য সাধারণ গ্রাহকদের ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।


আইসিআইসিআই ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্ক ১ বছর থেকে ১৮ মাস পর্যন্ত মেয়াদি এফডির জন্য সাধারণ গ্রাহকদের ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫ শতাংশ সুদ অফার করছে। পাশাপাশি, ২ বছর বা তার বেশি মেয়াদি এফডিতে এই ব্যাঙ্ক তুলনামূলকভাবে সর্বোচ্চ সুদ প্রদান করছে।


কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: ২০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হারে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও ১ বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।


অ্যাক্সিস ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্কও ১ বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ হারে সুদ প্রদান করছে।


ফেডারেল ব্যাঙ্ক: ১৮ আগস্ট ২০২৫ থেকে ফেডারেল ব্যাঙ্ক ১ বছরের এফডির জন্য সাধারণ গ্রাহকদের ৬.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৯০ শতাংশ হারে সুদ দিচ্ছে। বর্তমানে এই ব্যাঙ্কের সুদের হার কিছুটা বেশি, যা বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হতে পারে।


স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ১৫ জুলাই ২০২৫ থেকে কার্যকর হারে ১ বছরের এফডির জন্য সাধারণ গ্রাহকদের ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫ শতাংশ সুদ প্রদান করছে।


ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ২০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হারে ইউনিয়ন ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৬.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৯০ শতাংশ হারে সুদ প্রদান করছে।


সবশেষে বলা যায়, এফডি করার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ভালোভাবে যাচাই করা উচিত। কারণ একই পরিমাণ বিনিয়োগে মাত্র অল্প কিছু পার্থক্য দীর্ঘমেয়াদে কয়েক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আয় এনে দিতে পারে। বিশেষ করে প্রবীণ নাগরিকরা যেখানে বাড়তি হারে সুদ পান, সেখানে সঠিক ব্যাঙ্ক বেছে নেওয়া আরও বেশি লাভজনক হতে পারে। তাই সঞ্চয়কে নিরাপদে রাখার পাশাপাশি সর্বাধিক রিটার্ন পেতে তুলনামূলক সুদের হারের দিকে নজর দেওয়া অপরিহার্য।