আজকাল ওয়েবডেস্ক: অনেকে মনে করেন ধনতেরাস এবং দীপাবলি বিনিয়োগ করার সেরা সময়। ফিক্সড ডিপোজিট সেইক্ষেত্রে সবথেকে ভাল জায়গা। বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার পরিবর্তন হতে থাকে কিছুদিন অন্তর। সেখানে সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বেসরকারি ব্যাঙ্ক সবেতেই থাকে নানা নতুন ধরণের সুদের হার। সেগুলি জানা থাকলে সেইমত আপনি নিজের টাকা বিনিয়োগ করতে পারবেন।

 

অ্যাক্সিস ব্যাঙ্ক ৩ শতাংশ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ হারে সুদ দেবে। এর সময়সীমা রয়েছে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত। সিনিয়র সিটিজেনরা পাবেন আরও ০.৫০ শতাংশ করে বেশি।

 

আইসিআইসিআই ব্যাঙ্ক ৩ শতাংশ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ করে সুদ দেবে। সময় রয়েছে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর। তিন কোটি টাকা পর্যন্ত এই অফার থাকবে।

 

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৩ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ করে সুদ দেবে। সময় রয়েছে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ করে সুদ।

 

ইউনিটি স্মল ফাইনান্স ব্যাঙ্ক ৪.৫০ শতাংশ থেকে শুরু করে ৯ শতাংশ করে সুদ দেবে। সময় রয়ছে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৫০ শতাংশ থেকে শুরু করে ৯.৫ শতাংশ হারে সুদ।

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ করে সুদ দেবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই হার থাকবে ৪ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ।

 

ব্যাঙ্ক অফ বারোদা ৪.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.১৫ শতাংশ হারে সুদ দেবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই হার থাকবে ৪.৭৫ শতাংশ থেকে শুরু করে ৭.৬৫ শতাংশ।