আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সপ্তাহের শেষ দিনেও ভারতের শেয়ার বাজার খানিকটা নিচের দিকেই রইল। তবে এবারে যেটা প্রধান হিসেবে দেখা গেল তা হল আইটি স্টক প্রথমদিকে খানিকটা করে ওপরের দিকে থাকলেও পরের দিকে তা মার্কেটকে নিচের দিকে নামিয়ে দেয়।


শুক্রবার সেনসেক্স ১৮২ পয়েন্ট নিচের দিক থেকে শেষ করে। ফলে সেখানে রয়ে গেল ৮১,৪৫১,০১ পয়েন্ট। অন্যদিকে নিফটি ৮২.৯০ পয়েন্ট হারিয়ে রয়ে গেল ২৪,৭৫০.৭০ পয়েন্টে। 


শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার শুল্ক নীতি নিয়ে খানিকটা চাপে ছিলেন তার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। তবে সেখান থেকে ফের ঘুরে দাঁড়িয়েছে বাজার।


বিশ্বের বাজার যেদিকে গিয়েছে তাতে মনে করা হচ্ছে এখনই বাজারে তেজি ভাব আসবে না। সেখানে ফের বাজারকে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। নাহলে এই বাজারকে নতুন বিকল্প খুঁজতে হবে। এই সময় বিনিয়োগকারীরা নতুন করে আর বিনিয়োগের পথ ধরতে চাইছেন না। সেটা একটা বাড়তি চাপ। এখানে বাজার অনেকটা স্থিতিশীল পথ ধরতে পারছে না। 


পাশাপাশি বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলি যেভাবে নিজেদের কর্মী ছাঁটাইয়ের দিকে জোর দিয়েছে তারও সরাসরি প্রভাব পড়েছে বাজারে। সেখান থেকে দেখতে হলে যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে আগামীদিনে এটি বাজারে একটি নেতিবাচক দিক নির্দেশ করবে। 


এমনিতেই চলতি বছরের কয়েকটি বিশেষ শেয়ার ছাড়া বাকি জায়গাতে বিনিয়োগ করতে মানুষ খুব একটা ভরসা পাচ্ছে না। সেখানে বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে এখনও পর্যন্ত লাভের মুখ দেখা গিয়েছে। ফলে সেখান থেকে দেশের অর্থনৈতির পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে এখান থেকে বাজারের বিনিয়োগকারীরা নিশ্চিত হতে পারছেন না। তারা নিশ্চিত প্রতিষ্ঠানেই বিনিয়োগের পথ ধরছেন। ফলে সেখান থেকে বাজারে টাকা খুব বেশি আসছে না। সেটাও বাজারের মন্দা পরিস্থিতির অন্যতম একটি কারণ। এই পরিস্থিতি বর্তমানে খুব একটা উন্নতি করবে না বলেও মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা।