আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক মেইন পরীক্ষার ফল দ্রুত বের হতে চলেছে। এই পরীক্ষাটি হয়েছে চলতি বছরের ১২ এবং ১২ এপ্রিল। এই পদে প্রায় ১৪ হাজার জুনিয়র অ্যাসোসিয়েট( ক্লার্ক) নেওয়া হবে।


পরীক্ষার ফল বের হওয়ার পরই এটি দেখতে পাবেন এসবিআই ডট কো ডট ইনে। পরীক্ষার কাট অফ নম্বরও ফলের সঙ্গে থাকবে। কোন পরীক্ষার্থী কত নম্বর পেলেন সেটাও থাকবে ব্যাঙ্কের ওয়েবসাইটে। এরফলে কোন পরীক্ষার্থী কতটা যোগ্য সেখান থেকে জানা যাবে। নিজের স্কোরকার্ড ডাউনলোড করতে হলে পরীক্ষার্থীরা নিজেদের লগ ইন ব্যবহার করতে পারবেন।


এসবিআই ক্লার্ক মেইন পরীক্ষার ফল কীভাবে জানবেন নিচে দেওয়া হল:
প্রথমে আপনাকে এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল এসবিআই ডট কো ডট ইন।
এরপর এসবিআই ক্লার্ক নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানকার হোমপেজে যেতে হবে।
এরপর সেখানে আপনাকে এসবিআই ক্লার্ক মেইন রেজাল্ট ২০২৫ ক্লিক করতে হবে।
এরপর সেখানে নিজেদের তথ্য দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে।
এরপরই স্ক্রিনে আপনার ফলাফল ভেসে উঠবে। সেটিকে পরীক্ষা করে ডাইনলোড করে নিতে হবে। আপনি সেটিকে ডাউনলোড করে প্রিন্ট বের করেও নিতে পারেন।


যেসব পরীক্ষার্থীরা প্রথম দফার এই পরীক্ষার উত্তীর্ণ হবেন তাদের পরবর্তী সিলেকশন প্রসেসে যেতে হবে। সেখানে তাকে স্থানীয় ভাষার পরীক্ষা দিতে হবে। পাশাপাশি অন্য কয়েকটি পদক্ষেপও রয়েছে। এরপরই তারা হাতে নিয়োগপত্র হাতে পাবেন।


জুনিয়র অ্যাসোসিয়েট পদে মোট ১৩ হাজার ৭৩৫ জনকে নেওয়া হবে। এর মধ্যে ৫৮৭০ টি আসন অসংরক্ষিত রয়েছে। ৩০০১ টি আসন ওবিসি-র জন্য রয়েছে। ২১১৮ টি আসন এসসি-র জন্য রয়েছে। ১৩৮৫ টি পদ এসটি-র জন্য রয়েছে। ১৩৬১ টি পদ ইডাব্লুএসের জন্য রয়েছে। এখানে বেতন শুরু হবে ১৭ হাজার ৯০০ থেকে ৪৭ হাজার ৯২০ টাকা পর্যন্ত।


যেসব পরীক্ষার্থীরা এসবিআই ক্লার্ক পরীক্ষার উত্তীর্ণ হবেন তারা বেসিক হিসেবে ১৯,৯০০ টাকা এবং ১৭,৯০০ টাকা করে বেতন পাবেন। সেখানে দুটি অ্যাডভান্স ইনক্রিমেন্টও থাকবে।