আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে মানুষ বিনিয়োগের উপর বেশি রিটার্ন পেতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বেশি আগ্রহী। মিউচুয়াল ফান্ড প্রকল্পে বিনিয়োগ করে মানুষের জীবন বদলে যাচ্ছে, আবার কিছু লোক ক্ষতির সম্মুখীনও হচ্ছে কারণ মিউচুয়াল ফান্ডে রিটার্ন বাজার মূল্যের তারতম্যের উপর নির্ভর করে। আপনি যদি বিনিয়োগ করতে আগ্রহী হন এবং ভাবছেন যে এসআইপি এবং এককালীন বিনিয়োগের মধ্যে লকোনটা লাভজনক তাহলে এই প্রতিবেদনে নজর রাখুন।
এসআইপি-কে একটি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়। যেখানে প্রতি মাসে অল্প পরিমাণে টাকা জমা করা হয়। অন্যদিকে, এককালীন বিনিয়োগে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়।
এসআইপি এবং এককালীন অর্থের আর্থিক পরিকল্পনা
এসআইপি এবং এককালীন বিনিয়োগ- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পদ্ধতি মাত্র, তবে পৃথক স্কিমের দরুন আর্থিক পরিকল্পনা প্রভাবিত হয়। এসআইপি নিয়মিত বিনিয়োগকে উৎসাহিত করে। এটি নিয়মিত সঞ্চয়ের দিকে পরিচালিত করে। বড় বিনিয়োগের জন্য এককালীন অর্থ উপযুক্ত, তবে বাজারের সময়ের ঝুঁকিও এর সঙ্গে বৃদ্ধি পায়। যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে কৌশলগতভাবে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন- তিন-চার বা পাঁচ হাজার মাসিক বিনিয়োগেই মিলবে এক কোটি টাকার তহবিল! কত দিনে?
এসআইপি এবং এককালীন বিনিয়োগের এর মধ্যে কোনটি লাভজনক
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি এক টাকার মুনাফা বিনিয়োগ করতে চান, তাহলে এককালীন বিনিয়োগ ভাল বিকল্প। তবে এটি বাজারের মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত হয়। এতে তাৎক্ষণিক রিটার্ন মেলে না। এসআইপি-তে ঝুঁকি কম থাকে, তবে রিটার্ন পেতেও সময় লাগে। পরিসংখ্যান মোতাবেক ১০ বছরে, এককালীন বেশিরভাগ এসআইপি-র তুলনায় ভাল রিটার্ন দেয়। অন্যদিকে, যদি আপনি সঠিক সময়ে বিনিয়োগ করেন, তাহলে আপনি শক্তিশালী রিটার্ন পান।
বাজার ওঠানামা করলে কী হয়?
যদি বাজারে ওঠানামা হয়, তাহলে এসআইপি-র জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়। এর অর্থ হল এটি গড় খরচের সুবিধা প্রদান করে, সেই কারণে কম দামে আরও ইউনিট পাওয়া যায়। অন্যদিকে এককালীন বিনিয়োগের জন্য একটি বিপদ হিসেবে প্রমাণিত হয়। কারণ ভুল উপায়ে বিনিয়োগ করলে বিশাল ক্ষতি হতে পারে। তথ্য অনুসারে, স্থিতিশীল বাজারেও এসআইপি-তে ১৫ থেকে ২০ শতাংশ ঝুঁকি থাকে।
দীর্ঘমেয়াদী এসআইপি
মিথ যে, ১০ থেকে ১৫ বছরে, এককালীন বিনিয়োগ প্রায়শই এসআইপি-র চেয়ে ভাল রিটার্ন দেয়। যদি সময়মতো বিনিয়োগ করা হয় এবং মূলধন দীর্ঘ সময়ের জন্য বাজারে থাকে, তাহলে বিএসই সেনসেক্সে ১০ বছরের এককালীন রিটার্ন প্রায় ১২ শতাংশ থেকে ১৪ শতাংশ হয়ে যায়। এসআইপি হল ১০ থেকে ১২ শতাংশ, তবে এসআইপি-তে ঝুঁকি কম।
