যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আবারও বড়সড় বিস্ফোরণ! বলা ভাল, ঘটতে চলেছে। সৌজন্যে? সেই ‘ওয়ার ২’।একে তো হৃতিক রোশন ফিরছেন তাঁর বহুল জনপ্রিয় চরিত্র মেজর কবীর হয়ে, আর এবার সঙ্গে রয়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং অভিনেত্রী কিয়ারা আদবানি।
ইতিমধ্যেই বলিপাড়ার আলোচনার প্রায় সর্বক্ষণের শিরোনামে ‘ওয়ার ২’। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে ছবিটি পেয়েছে ইউ/এ সার্টিফিকেট। মানে হল ছবিটি বিভিন্ন বয়সের লোকেরা দেখতে পারে, তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তা অভিভাবকদের অনুমতিসাপেক্ষ।, আর এই ছবি দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫৩ মিনিট (১৭৩ মিনিট)—স্পাইভার্সের ইতিহাসে দীর্ঘতম। এর বাইরে রয়েছে আলাদা একটি পোস্ট-ক্রেডিট সিকোয়েন্স, যা ঘিরে জল্পনা তুঙ্গে। সূত্র বলছে, এটি শুধুমাত্র টিজার নয়—বরং স্পাইভার্সের ভবিষ্যতের রূপরেখা তৈরির মূল চাবিকাঠি।
পোস্ট-ক্রেডিটে কিন্তু চোখ ধাঁধানো তারকার হাট। খবর, ওয়ার ২ -এর পোস্ট-ক্রেডিট সিকোয়েন্সে থাকছেন শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভাট এবং শারভারী ওয়াঘ। বলাই বাহুল্য শাহরুখ এবং সলমন এই ছবিতে হাজির হবেন পাঠান এবং টাইগার রূপেই। অন্যদিকে, আলিয়া ও শর্বরীকেই আসন্ন ‘আলফা’ ছবির প্রধান অপারেটিভ হিসেবে তুলে ধরতে চাইছে যশ রাজ ফিল্মস আর ‘ওয়ার ২’ হতে চলেছে সেই বড় হ্যান্ডওভার পয়েন্ট।

'ওয়ার ২'তে হৃতিক ফের ফিরছেন কবীর রূপে—ভারতীয় গুপ্তচর সগস্থ র (RAW)-এর সুপার এজেন্ট, যিনি আগের ছবিতে টানটান উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিলেন। জুনিয়র এনটিআরের চরিত্র রহস্যে ঢাকা, যা পরিচালক আয়ান মুখোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখতে চাইছেন। কিয়ারা আদবানি এবার স্পাইভার্সে আসছেন কাব্য লুথরা নামে, যাকে ঘিরে গুঞ্জন—তিনি কি তবে কর্নেল লুথরা (অশুতোষ রানা)-র কন্যা?
এছাড়াও গুঞ্জন, স্পাইভার্সে আভাস পাওয়া যাবে এক নতুন দিগন্তর। এখানেই নাকি ইঙ্গিত দেওয়া হচ্ছে ‘ধুম ৪’-এর! যশ রাজ ফিল্মসের পরিকল্পনা স্পষ্ট—সব বড় ফ্র্যাঞ্চাইজিকে এক ছাতার তলায় আনা। ‘পাঠান’, ‘টাইগার’ সিরিজ, ‘ওয়ার’, ‘আলফা’—সব মিলিয়ে বলিউডের নিজস্ব মার্ভেল ইউনিভার্স তৈরি হচ্ছে। এমনকি গুঞ্জন, ‘ওয়ার ২’-এ হয়তো ‘ধূম ৪’-এরও ইঙ্গিত মিলবে, যেখানে থাকতে পারেন রণবীর কাপুর।
আগামী ১৪ আগস্ট ২০২৫-এ মুক্তি পাবে ‘ওয়ার ২’—স্বাধীনতা দিবসের লম্বা সপ্তাহান্তে, বক্স অফিসে ঝড় তোলার জন্য জন্য একেবারে আদর্শ সময়। প্রযোজক যশরাজ ফিল্মস, পরিচালনা আয়ান মুখার্জির হাতে, আর অ্যাকশন কোরিওগ্রাফি থেকে ভিজ্যুয়াল এফেক্ট—সব ক্ষেত্রেই স্পাইভার্সের সর্বোচ্চ স্কেল বজায় রাখার আশ্বাস।
বলি ট্রেড অ্যানালিস্টদের একাংশের দাবি, মনে হচ্ছে যেন শুধু অ্যাকশন নয়, গোটা বলিউডের ভবিষ্যতের ব্লুপ্রিন্টই তৈরি হবে ওয়ার ২ -এর হাত ধরে।
