আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। পাকিস্তানের শেয়ার বাজার ইতিমধ্যেই বিরাট ক্ষতির সামনে। সেখানে ভারতের শেয়ার বাজারের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল ছিল। তবে বৃহস্পতিবার বেঞ্চমার্ক স্টক মার্কেট সূচক খানিকটা নিম্নমুখী হয়েই বন্ধ হল।
এদিন মার্কেট বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে বিএসই সেনসেক্স ৭০০ পয়েন্টেরও বেশি পড়ে যায়। তবে, খানিকটা ওপরের দিকে উঠে এটি আবারও ৪১২ পয়েন্ট কমে ৮০,৩৩৪.৮১-এ শেষ হয়। অন্যদিকে নিফটি ফিফটি ১৪০.৬০ পয়েন্ট কমে ২৪,২৭৩.৮০-এ বন্ধ হয়।
শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণেই এই শেয়ারের পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার বন্ধের সময়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ০.৮১% বৃদ্ধি পেয়ে খানিকটা লাভের মুখ দেখে। এরপরই ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক। তাদের বৃদ্ধির হার ছিল ০.৭০%। টাইটান কোম্পানি ০.৬৯% বৃদ্ধি পেয়েছে, এইচসিএলটেক ০.৬৭% বৃদ্ধি পেয়েছে এবং টাটা মোটরস ০.২১% বৃদ্ধি পেয়ে শীর্ষস্থানে থেকে গিয়েছে।
এদিন বাজারে খারাপ পারফর্ম করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তাদের শেয়ার ২.৮৫% হ্রাস পেয়েছে। মারুতি সুজুকি ইন্ডিয়া ২.০৪% হ্রাস পেয়েছে। টাটা স্টিল এবং বাজাজ ফাইন্যান্সও চাপের সামনে পড়ে যায়। সেখানে যথাক্রমে ১.৮১% এবং ১.৮৬% হ্রাস লক্ষ্য করা যায়।
নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচকগুলি প্রামাণ করে যে এগুলিও নেতিবাচক দিকেই শেষ করে। এরা যথাক্রমে ১.৯৫% এবং ১.৪৩% হ্রাস পেয়েছে।
সেক্টরাল সূচকগুলির মধ্যে, মাত্র দুটি দিকে সবুজ সঙ্কেত দেখা গিয়েছে। নিফটি আইটি ০.২৩ শতাংশ এবং নিফটি মিডিয়া ০.২০% বৃদ্ধি পেয়েছে। নিফটি রিয়েলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২.৪৭% হ্রাস পেয়েছে। নিফটি মেটাল ২.০৯% হ্রাস পেয়েছে। তারপরে নিফটি হেলথকেয়ার সূচক এবং নিফটি মিডক্যাপ দুটিই ১.৯৫% কমেছে।
নিফটি অটো ১.৮০% হ্রাস পেয়েছে। যেখানে নিফটি ফার্মা এবং নিফটি পিএসইউ ব্যাঙ্ক যথাক্রমে ১.৬২% এবং ১.৩৫% হ্রাস পেয়েছে। অন্যান্য যেগুলি নিম্নমুখীভাবে বন্ধ হয়েছে তার মধ্যে রয়েছে নিফটি তেল ও গ্যাস, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি এফএমসিজি, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্ক।
