আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দিনের শেষে হাসি ফুটল শেয়ার বাজারের লগ্নিকারীদের। এদিন সেনসেক্স ১২০০.১৮ পয়েন্ট উপরের দিকে থেকে শেষ হয়। অন্যদিকে নিফটি ফিফটি ৩৯৫.৬০ পয়েন্ট লাভের মুখ দেখল। নিফটি শেষ করল ২৫০৬২.১০ পয়েন্টে।
শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন বিগত কয়েকদিন ধরে ভারতের শেয়ার বাজার খানিকটা ওঠানামা করছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই সেদিক থেকে দেখতে হলে বাজার খানিকটা ভাল পরিস্থিতির মুখ দেখেছে।
বৃহস্পতিবার টাটা মোটরস সবথেকে বেশি লাভের মুখ দেখে। তারা ৪.১৬ শতাংশ বেশি লাভ দেখেছে। অন্যদিকে এইচসিএল টেক লাফিয়েছে ৩.৫৬ শতাংশ। আদানি পোর্ট এদিন ফের উপরের দিকে থেকেই দিন শেষ করেছে। তারা ২.৬০ শতাংশ লাভ রেখেছে। অভ্যন্তরীন রপ্তানির ক্ষেত্রে ২.৩৬ শতাংশ বেড়েছে। মারুতি সুজুকি দেশের সেরা পাঁচটি লাভজনক সংস্থার মধ্যে ছিল। তারা লাভ করেছে ২.১৭ শতাংশ।
একমাত্র ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের স্টক নেতিবাচক দিকে ছিল। তারা ০.১৬ শতাংশ নিচের দিক থেকে শেষ করে। সেনসেক্সের বাকি প্রায় সব শেয়ারই সবুজ সঙ্কেত দিয়েছে। ফলে দিনের শেষে চওড়া হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবার শেয়ার বাজারে বিরাট ধস নামে। বিশেষজ্ঞরা এজন্য বাজারের পতনের জন্য প্রফিট বুকিংকে দায়ী করেছেন।
এর পাশাপাশি বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকা এবং চীন একে অপরের পারস্পরিক শুল্কের হার ৯০ দিনের জন্য কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।
আন্তর্জাতিক বাজারগুলি ইতিমধ্যেই বাণিজ্য চুক্তিকে সহ্য করে নিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। তবে, বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-চীনের নতুন চুক্তি বর্তমান পরিস্থিতির খুব বেশি পরিবর্তন করতে পারেনি। তবে সেখান থেকে বৃহস্পতিবার বাজারের এই উত্থান অনেকটাই স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের।
