আজকাল ওয়েবডেস্ক : সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের কাছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট একটি অতি দরকারি বিষয়। এদিক থেকে দেখতে হলে দেশের বিভিন্ন ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের জন্য নিজের সুবিধা মত সুদের হার ঠিক করে দেয়। যদি এই সব ব্যাঙ্কের সুদের হার জানা থাকে তাহলে সেইমতো সেই ব্যাঙ্ক গিয়ে টাকা বিনিয়োগ করতে পারেন। 

 

এক্সিস ব্যাঙ্ক ১বছরের জন্য সুদের হার দেবে ৭. ২০%। ৩ বছরের জন্য সুদ দেবে ৭. ৬০%। ৫ বছরের জন্য সুদ দেবে ৭. ৭৫%। 

 

বন্ধন ব্যাঙ্ক ১ বছরের জন্য সুদের হার দেবে ৮. ৫৫%। ৩ বছরের জন্য সুদ দেবে ৭. ৭৫%। ৫ বছরের জন্য সুদ দেবে ৬. ৬০%। 

 

ইউনিয়ন ব্যাঙ্ক ১ বছরের জন্য সুদের হার দেবে ৭. ৩০%। ৩ বছরের জন্য সুদ দেবে ৭. ২০%। ৫ বছরের জন্য সুদ দেবে ৭. ০০%।

 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ বছরের জন্য সুদের হার দেবে ৭. ৩০%। ৩ বছরের জন্য সুদ দেবে ৭. ২৫%। ৫ বছরের জন্য সুদ দেবে ৭. ৫০%। 

 

ব্যাঙ্ক অফ বারোদা ১ বছরের জন্য সুদের হার দেবে ৭. ৩৫%। ৩ বছরের জন্য সুদ দেবে ৭. ৬৫%। ৫ বছরের জন্য সুদ দেবে ৭. ৪০%।