আজকাল ওয়েবডেস্ক: তরতরিয়ে এগোচ্ছে ভারতের অর্থনীতি। এসবিআই ভারতের অর্থনীতি বৃদ্ধি নিয়ে যে আপডেট দিয়েছে, তা নাকি হার মানাচ্ছে আরবিআই-এর গণনাকেও। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ ২০২৬-এর প্রথম তিনমাসে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার প্রায় ৬.৮ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত হতে পারে। যা ছাড়িয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্কের গণনাকেও। কী জানিয়েছে আরবিআই? আরবিআই-এর বক্তব্য ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার প্রায় ৬.৫ শতাংশ হতে পারে। অর্থাৎ গততে এগোবে ভারতের অর্থনীতি। স্বাভভিক ভাবেই প্রশ্ন সাধারণের, কী লাভ হবে এতে? সাধারণের উপর বোঝা কমবে না কি সুবিধা হবে? হলেও কোন কোন বিষয়ে, কীভাবে?
সূত্রের খবর, এসবিআই জানিয়েছে, বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে যে ত্রৈমাসিকে জিডিপি প্রবৃদ্ধি ৬.৯ শতাংশ, মোট মূল্য সংযোজন (জিভিএ) আনুমানিক ৬.৫ শতাংশ হতে পারে। এই মডেলের উপর ভিত্তি করে, এসবিআই রেফারেন্স ত্রৈমাসিকে বার্ষিক ভিত্তিতে ৬.৯ শতাংশ প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস পাওয়া গিয়েছে এখনই। বলা হয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে জিডিপি প্রায় ৬.৮ শতাংশ-৭.০ শতাংশ হতে পারে।
আরও পড়ুন: হোম লোনের সুদের হারে বড় বদল, দেখে নিন প্রথম সারির ব্যাঙ্কগুলির খতিয়ান
জানা যাচ্ছে, এই ধারণা করা হচ্ছে চলতি আর্থিক বছরের পরিস্থিতি দেখে। পূর্বাভাসটি পরিসংখ্যানগতভাবে পূর্ববর্তী প্রান্তিকে পর্যবেক্ষণ করা গতিপথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই করা হয়েছে। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য, এই পূর্বাভাস কেবল আর্থিক বর্ষ ২০২৬-এর প্রথম তিনমাসের জন্য। সমগ্র বর্ষ ২০২৬-এর ক্ষেত্রে এই পরিমাণ জিডিপি বৃদ্ধির উল্লেখ করেনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধারণা সামগ্রিক অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৩ শতাংশ হতে পারে। তা যদিও আরবিআই-এর লক্ষ্যমাত্রার চেয়ে কম আবার। আরবিআই সমগ্র অর্থবর্ষ ২০২৬-এর জন্য ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলেই জানিয়েছে। এসবিআই জানাচ্ছে, তারা আর্থিক বর্ষ ২০২৬-এর দ্বিতীয় থেকে চতুর্থ প্রান্তিকের জন্য জিডিপি প্রবৃদ্ধির হার আরবিআই-এর ভাবনার থেকে ০.২ শতাংশ পয়েন্ট কমিয়েছে।
তথ্য, ভারতের অর্থনীতি ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে ৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে গত অর্থবছরের একই ত্রৈমাসিকে ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। উল্লেখ্য, আর্থিক বর্ষ ২০২৫-এর চতুর্থ ত্রৈমাসিকে প্রায় সকল ক্ষেত্রেই প্রবৃদ্ধির হার যা, তাকে বিশেষজ্ঞরা ভাল, ইতিবাচক বলেই মনে করছেন। শিল্প খাতের প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ, অন্যদিকে পরিষেবা খাতের প্রবৃদ্ধি ৭.৩। তথ্য, আর্থিক বর্ষ ২০২৫-এর বছরভর রপ্তানির চাহিদা ছিল ভাল। তবে আমদানি কিছুটা হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে।
