আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অর্থই হল সেখান থেকে ভাল রিটার্ন পাওয়া। তবে বিনিয়োগ করার আগে সবদিক ভাল করে দেখে নিতে হবে। নাহলে টাকা বিনিয়োগ একেবারে মাঠে মারা যেতে পারে। বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড থাকে যেখানে কিছুটা হলেও কর ছাড়ের বিষয়টি থাকে। নিজের টাকা যদি সঠিকভাবে বিচার করে বিনিয়োগ করতে পারেন তাহলে ভাল খবর পাবেনই।

 


এসবিআই মিউচুয়াল ফান্ড হল দেশের অন্যতম সেরা এবং ভরসার একটি ফান্ড। এখানে রয়েছে এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড এবং রেগুলার ফান্ড। ফলে যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে আপনার হাতে সেরা অস্ত্র হয়ে উঠতে পারে এসবিআই মিউচুয়াল ফান্ড।


এসবিআই মিউচুয়াল ফান্ডে ১ বছরে রিটার্ন পাবেন ১৮.৯৮ শতাংশ। ২ বছরে রিটার্ন পাবেন ২২.২৫ শতাংশ। ৫ বছরে রিটার্ন পাবেন ২২.৬৬ শতাংশ। ১০ বছরে রিটার্ন পাবেন ১৩.৬৫ শতাংশ। তবে যেখানেই নিজের টাকা বিনিয়োগ করুন না কেন আগে থেকেই দেখে নিতে হবে সমস্ত তথ্য। ভারতের সেরা মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল এইচডিএফসি ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ব্যাঙ্ক। এখানেও বিনিয়োগ করলে ভাল ফল পেতে পারেন।

 


যারা দীর্ঘসময় ধরে বিনিয়োগ করতে চান তাদের কাছে এসবিআই মিউচুয়াল ফান্ড অনেক বড় জায়গা। দেশের প্রধান সারির এই ব্যাঙ্কটি সকলের কাছে একটি ভরসার জায়গা। ফলে এখানে করছাড়ের দিকটি ভাল করে নজরে থাকে। যদিও এটা সকলের মনে রাখা দরকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটি বাজার ঝুঁকি থাকে। তবে যদি সঠিক প্রতিষ্ঠানে গিয়ে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য।


বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থাকে যেখান থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের রাস্তা থাকে। তবে সেদিকে মন না দিয়ে যদি এসবিআই-তে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে আপনার টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। সেখান থেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারে অনেকটাই হাসি ফুটতে পারে।