আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন এনেছে, যা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলি ১৫ জুলাই থেকে কার্যকর হবে। এই বদলের ফলে কিছু বড় সুবিধা বন্ধ করে দেওয়া হবে, এবং পেমেন্ট সেটেলমেন্ট এবং MAD (ন্যূনতম বকেয়া পরিমাণ) গণনা সম্পর্কিত নিয়মগুলিও পরিবর্তিত হচ্ছে। পরবর্তী সময়ে কোনও সমস্যা এড়াতে গ্রাহকদের সময়মতো এই আপডেটগুলি জানা উচিত।

নতুন নিয়ম অনুসারে, যারা সাধারণত কেবলমাত্র ন্যূনতম বকেয়া পরিমাণ পরিশোধ করেন, তাদের এখন খেলাপি হিসেবে চিহ্নিত না হওয়ার জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে। এখন, ১০০ শতাংশ জিএসটি, ১০০ শতাংশ ইএমআই, ১০০ শতাংশ ফিনান্স চার্জ, ১০০ শতাংশ অন্যান্য চার্জ, ওভার-লিমিট চার্জ এবং অবশিষ্ট পরিমাণের ২ শতাংশ ন্যূনতম বকেয়া পরিমাণ গণনায় অন্তর্ভুক্ত করা হবে। 

এর অর্থ হল আপনি যদি কেবল ন্যূনতম বকেয়া পরিশোধ করেন, তবে প্রতি মাসে আপনাকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে তা আগের চেয়ে বেশি হবে।
এসবিআই ক্রেডিট কার্ড পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন-  এককালীন ১৯ লক্ষ টাকা বিনিয়োগ: মিউচুয়াল ফান্ডে ১, ২ এবং ৩ কোটি টাকার তহবিল গড়তে কত সময় লাগবে?

১৫ জুলাই থেকে, কিছু এসবিআই ক্রেডিট কার্ড পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এসবিআই কার্ড এলিট, এসবিআই কার্ড মাইলস এলিট এবং এসবিআই কার্ড মাইলস প্রাইমের মতো প্রিমিয়াম কার্ড ব্যবহারকারীরা আর ১ কোটি টাকার বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা পাবেন না। এছাড়াও, এসবিআই কার্ড প্রাইম এবং এসবিআই ক্রেডিট পালসের ব্যবহারকারীরা আর ৫০ লক্ষ টাকার বিমান দুর্ঘটনা বিমা পাবেন না।

পেমেন্ট সেটেলমেন্টের জন্য নতুন নিয়ম-

এসবিআই পেমেন্ট সেটেলমেন্ট প্রক্রিয়াও পরিবর্তন করেছে। এখন, পেমেন্ট সেটেল করার সময়, নিম্নলিখিত ক্রম অনুসরণ করা হবে:

জিএসটি
ইএমআই
অন্যান্য চার্জ
ফাইন্যান্স চার্জ
ব্যালেন্স ট্রান্সফার
খুচরা খরচ

নগদ উত্তোলন শেষে সমন্বয় করা হবে।

আপনার পছন্দের সেরা এসবিআই ক্রেডিট কার্ড

এসবিআই বিভিন্ন বৈশিষ্ট্য সহ ৫০ টিরও বেশি ভিন্ন ধরণের ক্রেডিট কার্ড অফার করে। কিছু জনপ্রিয় এবং কার্যকর এসবিআই ক্রেডিট কার্ড হল:

ক্যাশব্যাক এসবিআই কার্ড
BPCL এসবিআই কার্ড অকটেন
এসবিআই কার্ড এলিট
এসবিআই রিলায়েন্স ক্রেডিট কার্ড
যাত্রা এসবিআই কার্ড
IRCTC এসবিআই কার্ড প্রিমিয়ার
টাইটান এসবিআই ক্রেডিট কার্ড
এসবিআই SimplySave ক্রেডিট কার্ড
এসবিআই SimplyClick ক্রেডিট কার্ড

গ্রাহকরা তাদের চাহিদা এবং ব্যয়ের অভ্যাস অনুসারে যেকোনও কার্ড বেছে নিতে পারেন।

এছাড়া ১১ জুলাই থেকে ইউকো ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই কার্ড এলিট এবং অন্যান্য কো-ব্র্যান্ডেড কার্ড থেকেও এই সুবিধা সরিয়ে ফেলেছে স্টেট ব্যাঙ্ক। পাশাপাশি, ১৫ জুন থেকে ন্যূনতম বকেয়া বা এমএডি (মিনিমাম অ্যাকাউন্ট ডিউ) হিসাবের ফর্মুলা বদলেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ওই তারিখ থেকে গুড্‌স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি, মাসিক কিস্তি বা ইএমআই (ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট), অন্যান্য চার্জ, আর্থিক খরচের ১০০ শতাংশ এবং বাকি বকেয়ার দু'শতাংশ এতে অন্তর্ভুক্ত হয়েছে।

১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের চার্জ বদল করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। ফলে গ্রাহকদের অতিরিক্ত খরচ এক শতাংশ বেড়েছে। মাসে প্রায় ৪,৯৯৯ টাকা চার্জ বাবদ দিতে হবে তাঁদের। এই নিয়ম ১০ হাজার টাকার গেমিং, ওয়ালেটে থাকা অর্থের পরিমাণ ১০ হাজার টাকা ছাড়িয়ে গেলে এবং ৫০ হাজার টাকার বেশি বিল পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।