আজকাল ওয়েবডেস্ক: সন্তানের আর্থিক ভবিষ্যতের কথা নিশ্চিত করতে অভিভাবকরা এই পদক্ষেপ করতেই পারেন। এই ফান্ডে মাসে এক হাজার টাকা করে জমা করলে সন্তান বড় হয়ে এক কোটি টাকারও বেশি পাবে। যদি আপনি মনে করেন যে বিনিয়োগের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন, তাহলে টাটা মিউচুয়াল ফান্ডের এই স্কিমটিকে বিনিয়োগ করতেই পারেন।
কত বছরে মিলবে এক কোটির বেশি
টাটা মিউচুয়াল ফান্ডের অন্যতম প্রকল্প হল টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ড। এর মাধ্যমে নিয়মিত ছোট অঙ্কের সঞ্চয় দীর্ঘমেয়াদে একটি বৃহৎ তহবিল তৈরি করতে পারে। টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডে যদি কেউ ৩০ বছর ধরে প্রতি মাসে ১০০০ টাকা করে এসআইপি করেন, তাহলে আজ তার মূল্য ১.০২ কোটি টাকারও বেশি।
রিটার্ন কত মিলবে?
এই ফান্ড চালু হওয়ার পর থেকে গড়ে ১৩.২৩ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। একই সময়ে, এসআইপি-এর মাধ্যমে বার্ষিক রিটার্ন ১০ বছরে ১৪.৯১ শতাংশ, ২০ বছরে ১৬.৫১ শতাংশ এবং ৩০ বছরে ১৭.৯২ শতাংশ। এর অর্থ হল, ৩০ বছর আগে যদি কেউ এককালীন ১,০০,০০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই বিনিয়োগ ৪১.৫৮ লক্ষ টাকা হত।
