আজকাল ওয়েবডেস্ক: নারীশক্তির ক্ষমতায়নে একটি বিরাট দিক হল মহিলা সম্মান সার্টিফিকেট। এটি পোস্ট অফিস থেকে পাওয়া যায়।
মহিলারা যাতে তাদের নিজেদের ক্ষমতাকে ধরে রেখে এগিয়ে যেতে পারেন সেজন্য কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। সেখানে অন্যতম হল মহিলা সম্মান সার্টিফিকেট। এটি পাওয়া যায় পোস্ট অফিস থেকে। যারা ৩১ মার্চের মধ্যে এই প্রকল্পের সুবিধা নেবেন তারা বিশেষভাবে লাভবান হবেন।
দেশের পিছিয়ে পড়া মহিলাদের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে এই মহিলা সম্মান সার্টিফিকেট। যাতে দেশের সকল মহিলা একযোগে ক্ষমতা পেয়ে আগামীদিনে এগিয়ে যেতে পারেন সেদিকে জোর দিতেই এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার।
এখানে মাসে মাত্র ১ হাজার টাকা থেকে রাখতে পারেন। সেখান থেকে যদি মনে করেন তাহলে মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। এখানে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ করে। এই টাকা আপনি প্রতি মাসে দিতে পারেন। তিনমাস অন্তর দিতে পারেন। ছমাস অন্তর দিতে পারেন। যদি মনে করেন বছরে একবার টাকা দেবেন সেটাও দিতে পারেন।
যদি হঠাৎ করে টাকার দরকার হয় তাহলে এখান থেকে এক বছর পর টাকা তুলতে পারবেন। সেখানে একবারে আপনি ৪০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। পরে সেই টাকা ফের একবার জমা করে দিতেও পারবেন।
যদি এবিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হয় তাহলে পোস্ট অফিসে গিয়ে কথা বলে নিতে পারেন। দেশের মহিলাদের জন্য এই প্রকল্পটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত পোস্ট অফিস থেকেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। দরকার হলে নিজে সেখানে গিয়ে খোঁঝ নিয়ে তারপর সেখান থেকে বিনিয়োগ করতেই পারেন। তবে যেখানেই বিনিয়োগ করবেন সেখান থেকে মনে রাখবেন যদি আপনি কোনও প্রতারণার শিকার হন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করেই আপনি কাজ করবেন।
