আজকাল ওয়েবডেস্ক: কর্মীদের জন্য ভবিষ্যনিধি বা ইপিএফ (EPF) জমার তথ্য জানা এখন আরও সহজ। অনেক সময়ই কর্মীরা EPFO-র পোর্টালে লগইন করতে চান না। পাসওয়ার্ড ভুলে যাওয়া, নেট না থাকা বা দ্রুত তথ্য পাওয়ার প্রয়োজন—এমন নানা কারণে। এই সমস্যার সমাধান দিতেই EPFO এখন ফোন ব্যবহার করে লগইন ছাড়াই ব্যালেন্স দেখার বেশ কয়েকটি সহজ উপায় চালু করেছে। এর মধ্যে কিছু পদ্ধতিতে ইন্টারনেটেরও দরকার হয় না।
মিসড-কলেই জানুন ইপিএফ ব্যালেন্স
সবচেয়ে দ্রুত ও সহজ পদ্ধতি হল EPFO-র মিসড-কল সার্ভিস। লগইন না করেই কর্মীরা EPFO-র অফলাইন পরিষেবার মাধ্যমে ব্যালেন্স জানতে পারেন। সক্রিয় UAN এবং KYC সঠিক থাকলে 9966044425 বা 7738299899 নম্বরে একটি মিসড কল দিলেই রেজিস্টার্ড মোবাইলে সর্বশেষ PF ব্যালেন্সের তথ্য চলে আসে।
মিসড কল করার কিছুক্ষণের মধ্যেই SMS-এ ব্যালেন্স, সর্বশেষ অবদান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়। এই পরিষেবা যে কোনও মোবাইলেই কাজ করে। স্মার্টফোনের দরকার নেই। তবে অবশ্যই UAN প্রোফাইলে আধার, প্যান বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট থাকা বাধ্যতামূলক।
SMS পাঠিয়েও জানতে পারবেন PF ব্যালেন্স
ইন্টারনেট না থাকলেও EPFO-র SMS পরিষেবা ব্যবহার করে সহজে ব্যালেন্স জানা যায়। PF ব্যালেন্স জানতে আপনাকে পাঠাতে হবে, EPFOHO UAN ENG, এই মেসেজটি পাঠাতে হবে 7738299899 নম্বরে।
এক্ষেত্রেও UAN সক্রিয় থাকা ও KYC সম্পন্ন থাকা আবশ্যক। EPFO-র এই পরিষেবা বহুভাষিক—হিন্দি, বাংলা, তামিলসহ দেশের একাধিক ভাষায় তথ্য পাওয়া যায়। তাই বিভিন্ন অঞ্চলের কর্মীরা সহজেই নিজেদের ভাষায় ব্যালেন্স জানতে পারেন।
যাঁরা আরও ডিজিটাল অভিজ্ঞতা চান, তাঁদের জন্য উপযুক্ত ‘UMANG App’।
অ্যাপটি ইনস্টল করার পর—
“EPFO” সার্চ করুন
মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে লগ-ইন করুন
তারপর সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন—
আপনার EPF ব্যালেন্স
পাসবুক
মাসভিত্তিক অবদান
দাবি (claim) স্ট্যাটাস
UMANG ব্যবহার করা অত্যন্ত সহজ এবং এতে একাধিক সরকারি পরিষেবা একত্রে পাওয়া যায়, ফলে EPF-সংক্রান্ত কাজ আরও দ্রুত সম্পন্ন হয়।
কর্মীদের জন্য সুবিধা—লগইন ঝামেলা নেই
EPFO-র এই নতুন ও সহজ পদ্ধতিগুলি কর্মীদের জন্য বড় সুবিধা তৈরি করেছে। পাসওয়ার্ড মনে রাখতে না পারা, পোর্টালে বারবার লগইনের ঝামেলা, নেটওয়ার্ক সমস্যার মতো বাধা আর নেই। ফোন থাকলেই কয়েক সেকেন্ডের মধ্যে জানা যায় নিজেদের সঞ্চয়ের পরিমাণ।
EPF ভারতে কোটি কোটি কর্মীর অবসরকালীন সঞ্চয়। তাই এই ব্যালেন্স নিয়মিত জানা অত্যন্ত প্রয়োজন। মিসড কল, SMS এবং UMANG অ্যাপ—এই তিন উপায় কর্মীদের অবসর সঞ্চয়কে আরও স্বচ্ছ, সহজ ও হাতের নাগালে এনে দিয়েছে।
