আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত কাজের জন্য হঠাৎ কিছু টাকার প্রয়োজন। যে কোনও রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে পার্সোনাল লোনের আবেদন করেন অনেকেই। কেউ কেউ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও ঋণ নিয়ে থাকেন। 

যে সব জায়গা থেকে আপনি লোন পেতে পারেন-

ব্যাঙ্ক: যে কোনও ব্যাঙ্ক থেকে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন। সরকারি ব্যাঙ্কে আবেদন করার সুবিধা হল, আপনি তুলনামূলক ভাল সুদে ঋণ পাবেন। ঋণের পরিমাণ আপনার পছন্দসই হবে। 

ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি): এই প্রতিষ্ঠানগুলিও ঋণ প্রদান করে থাকে। তবে এই সব সংস্থা থেকে ঋণ নিলে তুলনায় বেশি সুদ দিতে হয়।

কো-অপারেটিভ ব্যাঙ্ক: এই ধরণের আর্থিক প্রতিষ্ঠানে খুব বেশি কেউ ঋণের আবেদন করেন না। কিন্তু শহরতলী এবং গ্রামীণ এলাকায় বেশ জনপ্রিয়।

ডিজিটাল প্ল্যাটফর্ম: বর্তমান যুগে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে। যারা বিশেষ কোনও নথি যাচাই না করেই ঋণ প্রদান করে থাকে। কিন্তু এদের সুদের হার হয় চড়া।

কীভাবে ঋণের জন্য আবেদন করবেন?

প্রথমে আপনার ক্রেডিট স্কোর ভাল হতে হবে। ক্রেডিট স্কোর এমন একটি নম্বর যার মাধ্যমে জানা যায় যে কোনও ঋণগ্রহীতা সময় মতো ঋণ পরিশোধ করেছেন কি না। সমস্ত নথি ঠিক থাকতে হবে। এর মধ্যে রয়েছে, ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, আয়ের নথি ইত্যাদি। বিভিন্ন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারের তুলনা করে নিন। এর ফলে আপনার সুবিধা হবে। অনলাইন বা অফলাইনে আপনি ঋণের আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হয়ে গেলে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়বে।