আজকাল ওয়েবডেস্ক: পার্সোনাল লোন নিয়ে যারা বেশি চিন্তায় পড়ে যান তাদের কাছে সুখের খবর। যদি দ্রুত নিজের পার্সোনাল লোন পেতে চান তাহলে নিজের প্যান কার্ডকে কাজে লাগান। এখান থেকেই আপনি পেতে পারেন ৫ লাখ টাকা।
প্যান কার্ড একটি আইডি প্রুফ। ব্যাঙ্ক এখান থেকে আপনার আর্থিক অবস্থাকে পর্যবেক্ষণ করে থাকে। আপনার আগে কোনও লোন ছিল কিনা বা আপনার ক্রেডিট স্কোর কত সেটাও আপনি এখান থেকেই জানতে পারেন।
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকে। ফলে এটিকে যাচাই করা সহজ হয়ে যায়। ই-কেওয়াইসি এবং দ্রত লোন পেতে তাই প্যান কার্ডের বিকল্প নেই। প্যান কার্ড নিয়ে আপনি ব্যাঙ্কের ওয়েবসাইটি গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। সেখানে একটি আবেদনপত্র রয়েছে। সেখানে নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং প্যান নম্বর দিতে হবে।
এরপর আপনার কাছে একটি ওটিপি আসবে। সেখানে নিজের লোনের টাকা লিখতে হবে। কীভাবে ফেরত দেবেন সেটিও লিখতে হবে। এরপর নিজের কেওয়াইসি আপলোড করতে হবে।
পার্সোনাল লোন পেতে হলে আপনাকে ২১ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। একটি নির্দিষ্ট আয় থাকতে হবে। ভাল ক্রেডিট স্কোরও থাকতে হবে। যদি এই সমস্ত তথ্য সঠিকভাবে দিতে পারেন তাহলে নিজের প্যান কার্ড থেকে আপনি ৫ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।
তবে এই কাজ করার আগে সমস্ত তথ্য ভাল করে জেনে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে আপনার দায়িত্ব আপনার ওপরেই থাকবে।
