আজকাল ওয়েবডেস্ক: যদি দ্রুত নিজের টাকা বাড়িয়ে তুলতে চান তাহলে সেখান থেকে আপনাকে সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। তবে কোথায়, কীভাবে বিনিয়োগ করবেন সেটাই আসল কথা।
যারা বারে বারে বিনিয়োগের পথে না যেতে চান তারা একবারেই টাকা বিনিয়োগ করতে পারেন। সেখানে অনেক সময় সামান্য টাকা থেকেই আপনি পেতে পারেন লাখ লাখ টাকা। সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে। এখানে সুদের হার থাকবে ১২ শতাংশ করে। এই সুদ আপনাকে করে তুলতে পারে লাখপতি।
যদি একবারে ২ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ১০ বছরে আপনার ক্যাপিটাল গেন হবে ৪ লাখ ২১ হাজার ১৭০ টাকা। মোট করপাস হবে ৬ লাখ ২১ হাজার ১৭০ টাকা। যদি ২ লাখ টাকা আপনি ২০ বছরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার ক্যাপিটাল গেন হবে ১৭ লাখ ২৯ হাজার ২৫৯ টাকা। করপাস হবে ১৯ লাখ ২৯ হাজার ২৫৯ টাকা।
যদি ২ লাখ টাকা ৩০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে ক্যাপিটাল গেন হবে ৫৭ লাখ ৯১ হাজার ৯৮৪ টাকা। করপাস হবে ৫৯ লাখ ৯১ হাজার ৯৮৪ টাকা।
তবে হাতে যদি কম টাকা থাকে তাহলে সেটিকেও আপনি বুদ্ধি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যদি ১ লাখ ৫০ হাজার টাকা ৩০ বছরে ক্যাপিটাল গেন হবে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৮৮ টাকা। মোট ভ্যালু হবে ৪৪ লাখ ৯৩ হাজার ৯৮৮ টাকা।
যদি ৯ বছরে ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ক্যাপিটাল গেন হবে ২৬ লাখ ৫৯ হাজার ৬১৮ টাকা। মোট ভ্যালু হবে ৪১ লাখ ৫৯ হাজার ৬১৮ টাকা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে মিলিয়ে দেখে নিয়ে তবেই বিনিয়োগ করবেন। যদি বিনিয়োগ করতে গিয়ে আপনি কোনও ক্ষতির সামনে পড়ে যান তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
