আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করা আরও সহজ করে তুলবে। গত বৃহস্পতিবার আরবিআই নতুন নিয়ম ও নির্দেশিকা জারি করা হয়।
অনেকেরই একাধিক ব্যাঙ্কে অ্য়াকাউন্ট রয়েছে। এতদিন কেওয়াইসি জমার জন্য সবকটি ব্যাঙ্কেরই শাখায় যেতে হত। তবে নয়া নিয়মের ফলে এখন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করার জন্য প্রতিটি ব্য়াঙ্কে আর ঘুরতে হবে না। এবার গ্রাহকরা তাদের বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করতে ব্যাঙ্কের যেকোনও একটি শাখায় গেলেই কাজ হবে।
নয়া নিয়মের বিবরণ:
আরবিআই'য়ের নতুন নিয়ম অনুসারে, এখন ব্যাঙ্ক গ্রাহকরা ভিডিও কলের মাধ্যমে তাদের বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসিও করতে পারবেন। কেওয়াইসি করার এই প্রক্রিয়াটিকে ভিডিও-কাস্টমার আইডিফিকেশন প্রক্রিয়া বলা হয়। এই সুবিধাটি বয়স্ক, এনআরআই এবং গ্রামীণ এলাকার মানুষের জন্য খুবই উপকারী।
কেওয়াইসি ছাড়াই লেনদেন:
আরবিআই'য়ের নির্দেশ অনুসারে, এখন ব্যাঙ্কিং করেসপন্ডেন্টদের কেওয়াইসি আপডেট বা পর্যায়ক্রমিক আপডেট করার অনুমতি দেওয়া হচ্ছে। আরবিআই তার নির্দেশে বলেছে যে, ব্যাঙ্কগুলিকে কেওয়াইসি আপডেট প্রক্রিয়া মেনে চলার জন্য কমপক্ষে একবার চিঠির মাধ্যমে এবং কমপক্ষে তিনটি অগ্রিম নোটিশের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। এছাড়াও, ব্যাঙ্কগুলিকে এখন কম ঝুঁকিপূর্ণ গ্রাহকদের সমস্ত লেনদেনের অনুমতি দিতে হবে, এমনকি যদি কেওয়াইসি মুলতুবি থাকলেও। সমস্ত গ্রাহককে তাদের কেওয়াইসি আপডেট করার জন্য চলতি বছর ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
