আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জা এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তাদের হাই প্রোফাইল প্রেম, আন্তর্দেশীয় বিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে এই দু’জনকে ঘিরে সবসময়ই একটা কৌতূহল থাকে। বিশেষ করে ২০২৪ সালের শুরুতে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়ে ওঠে—দু’জনের মধ্যে কে বেশি সম্পদশালী?


সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল ২০১০ সালে। ভারত–পাকিস্তান দুই দেশেই এই বিয়ে নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল। প্রায় ১৪ বছরের দাম্পত্য শেষে সম্পর্কের ইতি ঘটে ২০২৪ সালের শুরুতে। দু’জনই নিজ নিজ খেলায় অসাধারণ সাফল্য পেয়েছেন। সানিয়া ভারতীয় টেনিসে অভূতপূর্ব উত্থান ঘটিয়ে দেশের ইতিহাসে অন্যতম সফল টেনিস তারকা হয়ে ওঠেন। অন্যদিকে শোয়েব মালিক প্রায় দুই দশক ধরে পাকিস্তান জাতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং দলের অন্যতম ভরসা হিসেবে পরিচিত ছিলেন।


শোয়েব মালিকের সম্পদ
বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, শোয়েব মালিকের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ২২৮ কোটি। দীর্ঘ ক্রিকেটজীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন উৎস থেকে শোয়েব তার সম্পদ গড়ে তুলেছেন। তার আয় এসেছে—
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি ও বার্ষিক চুক্তি
পাকিস্তান সুপার লিগে (PSL) অংশগ্রহণের পারিশ্রমিক
বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচার চুক্তি
টেলিভিশন শো, বিশ্লেষক হিসেবে কাজ এবং মিডিয়া উপস্থিতি
ব্যবসা ও সম্পত্তিতে বিনিয়োগ, যা থেকে এখনো আয় আসে
দীর্ঘ ২০ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার এবং পাকিস্তান ও আন্তর্জাতিক মহলে তার জনপ্রিয়তা তার সম্পদের পরিমাণকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।


সানিয়া মির্জার সম্পদ
অন্যদিকে ভারতীয় টেনিসের আইকন সানিয়া মির্জার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি। টেনিস কোর্টে তার সাফল্যের পাশাপাশি অফ-কোর্ট কার্যক্রম থেকেও সানিয়া উল্লেখযোগ্য আয় করেছেন। তার সম্পদের উৎস—
WTA টুর্নামেন্ট থেকে অর্জিত পুরস্কার অর্থ
দীর্ঘমেয়াদি ব্র্যান্ড এনডোর্সমেন্ট
ইভেন্ট, টক শো, মোটিভেশনাল সেশন ইত্যাদি
সানিয়া মির্জা টেনিস অ্যাকাডেমি ও সংশ্লিষ্ট প্রকল্প
স্টার্টআপ ও রিয়েল এস্টেটে বুদ্ধিদীপ্ত বিনিয়োগ
ভারতীয় নারীদের টেনিসকে আন্তর্জাতিক মহলে উচ্চতায় তুলে ধরার পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু ও ব্যবসায়িক বিচক্ষণতার মাধ্যমে সানিয়া আর্থিক অবস্থানও মজবুত করেছেন।


তাহলে কে বেশি ধনী?
দু’জনের মোট সম্পদের মধ্যে খুব বেশি ব্যবধান নেই। তবে শোয়েব মালিক সামান্য ব্যবধানে সানিয়া মির্জার চেয়ে বেশি সম্পদশালী। দীর্ঘ ক্রিকেটজীবন, PSL-এ স্থায়ী উপস্থিতি এবং ব্র্যান্ডমান তাকে এগিয়ে রেখেছে।


সম্প্রতি শোয়েব মালিক নিশ্চিত করেছেন যে তার সঙ্গে সানিয়ার বিবাহ সম্পন্নভাবে বিচ্ছেদ হয়েছে। এরপর তিনি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে, সানিয়া ও শোয়েবের পাঁচ বছর বয়সী ছেলে ইজ্জান মির্জা বর্তমানে সানিয়ার সঙ্গেই থাকে।