আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে কেওয়াইসি হল এমন একটি বিষয় যেটি দরকার হয়ে পড়ে। ব্যাঙ্ক থেকে শুরু করে অন্য নানা কাজেও প্রয়োজন হয় কেওয়াইসি।


ভারতীয় পোস্ট একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করল। তারা নিপুন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সঙ্গে হাত মিলিয়েছে। এবার থেকে যারা এই মিউচুয়াল ফান্ড করবেন তাদের কেওয়াইসি করতে আর কোথাও যেতে হবে না। একেবারে নিজের বাড়িতে বসেই আপনি কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। 


মিউচুয়াল ফান্ড হল এমন একটি জায়গা যেখানে আপনি দীর্ঘসময় ধরে বিনিয়োগ করলেই পাবেন ভাল রিটার্ন। তবে সেখানেও একটি দরকারি কাজ হল কেওয়াইসি। এটি করতে এতদিন ধরে অফিসে যেতে হত। তবে এবার সেই সমস্যার সমাধান হয়ে গেল। ঘরে বসেই করা যাবে এই কেওয়াইসি।


তবে কেন এই পদক্ষেপ নিল পোস্ট অফিস। এরফলে বহু মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি যারা প্রবীণ নাগরিক তারাও এবার থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। সেখানে ঘরে বসেই তারা কাজ করতে পারবেন। গ্রামের প্রত্যন্ত অংশ যেখানে যাতায়াতের সমস্যা রয়েছে সেখানেও এই পদক্ষেপটি অতি প্রয়োজনীয় হিসেবে দেখা দেবে।

 


ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠানগুলির সঙ্গে এবার কাজ করবে পোস্ট অফিস। ফলে উন্নতি করবে দেশের অর্থনীতি। ইতিমধ্যেই ইউটিআই এবং সুতির সঙ্গে কাজ করেছে পোস্ট অফিস। সেখানে তারা ৫ লাখ কেওয়াইসি করে একটি নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে। 

 


সেবি ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে তারা জানিয়ে দিয়েছে সমস্ত বিনিয়োগকারী সংস্থাগুলি বিশেষত মিউচুয়াল ফান্ডগুলির কাছে যেন তাদের সমস্ত গ্রাহকদের তথ্য থাকে। সেখানে গ্রাহকের পরিচয়পত্র, বাড়ির ঠিকানা, প্যান কার্ডের তথ্য যেন অতি অবশ্যই থাকে। ফলে সেখানে প্রতিটি মিউচুয়াল ফান্ডের কাছে যেন সমস্ত কেওয়াইসি তথ্য থাকে।

 


ভারতের পোস্ট অফিস এই কাজটি এবার থেকে করবে। প্রথমেই তারা নিপুন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সঙ্গে হাত মিলিয়েছে। পরে অন্যদের সঙ্গেও কাজ করবে ভারতের পোস্ট অফিস। সেখানে প্রতিটি ঘরে গিয়ে তারা বিনিয়োগকারীদের কেওয়াইসি তথ্য নেবে।