আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের উড়ান অনেক কষ্টের। তিনি আইআইটি গ্র্যাজুয়েট। গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি একই সময়ে কটা ফোন ব্যবহার করেন জানেন? তাঁর ফোনের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে আপনার। ফোনের সংখ্যা প্রায় ২০টি। দৈনিক আয় কোটি কোটি টাকা।
গুগলের বর্তমান সিইও জন্মগ্রহণ করেন ১৯৭২ সালের ১০ জুন। বর্তমানে গুগলের সিইও এর বয়স ৫২ বছর। পিচাইয়ের শৈশব কেটেছে চেন্নাইতে। তিনি বাবা-মায়ের সঙ্গে একটি খুব ছোট দুই কামরার ঘরে বেড়ে ওঠেন। জানা যায়, বাবা পেশায় ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তাঁর মা স্টেনোগ্রাফার। সুন্দর পিচাইরা দুই ভাই। তিনি পড়াশোনা করেছেন জওহর বিদ্যালয় সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয় থেকে। পরে তিনি আইআইটি মাদ্রাজ থেকে পড়াশোনা করেন। এরপর তিনি মেটাল্লুরগিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন আইআইটি খড়গপুর থেকে। পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এখানেই শেষ নয়, এমবিএ সম্পূর্ণ করেছেন পেনসিলভেনিয়া থেকে। দু’বছরের বেশি সময় ধরে রয়েছেন গুগুলের সঙ্গে।
লোকে যেখানে এক কিংবা দুটো ফোন নিয়ে হিমশিম খান সেখানে তিনি ব্যবহার করেন এক ডজনেরও বেশি ফোন। তিনি নিজে তো এতগুলো ফোন ব্যবহার করেন কিন্তু তাঁর সন্তানদের ক্ষেত্রে ফোন ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি নিজে জানিয়েছেন, ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে দ্বি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা বেশি প্রয়োজন। একইসঙ্গে তিনি বিশ্বাস করেন এআই প্রযুক্তিকে। বর্তমান দিনে এআই প্রযুক্তির ব্যবহার যথেষ্ট বেড়েছে।
তথ্যে, ২০২৫ সালের জানুয়ারির হিসেবে সুন্দর পিচাই আয় করেন প্রায় ২৮০ মিলিয়ন যা একদিনের হিসেবে প্রায় ৬.৬৭ কোটি টাকা।
