আজকাল ওয়েবডেস্ক: এসআইপি অবসর পরিকল্পনার জন্য কীভাবে কাজ করে? সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের একটি পদ্ধতি। মাত্র ৭,৫০০ টাকা মাসিক (বার্ষিক ৯০,০০০ টাকা) দিয়ে, বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির লক্ষ্যে ইক্যুইটি, ঋণ বা হাইব্রিড তহবিল বেছে নিতে পারেন। এসআইপি-তে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা মেলে।

পিপিএফ কী এবং কেন রক্ষণশীল বিনিয়োগকারীরা এটি পছন্দ করেন? পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল একটি সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প যা নিশ্চিত এবং কর-মুক্ত রিটার্ন প্রদান করে। এটি ভারতীয় আয়কর আইনের ধারা ৮০সি-র অন্তর্গত কর ছাড়ের আওতায় পড়ে এবং বর্তমানে এটি বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেয়। যা ঝুঁকি নিতে ইচ্ছুক নয় এমন বিনিয়োগকারীদের কাছে বেশ আকর্ষণীয়।

পিপিএফ-এ ৩০ বছর ধরে বার্ষিক৯০ হাজার টাকা বিনিয়োগে কত রিটার্ন পাবেন? বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদে মেয়াদপূর্তির পরিমাণ হবে প্রায় ৯২.৭০ লক্ষ টাকা। এক্ষেত্রে মোট বিনিয়োগের অঙ্ক ২৭ লক্ষ টাকা এবং অর্জিত সুদ হল ৬৫.৭০ লাখ টাকা।

আরও পড়ুন-  সরকারের বড় সিদ্ধান্ত, ইউপিআই-য়ের মাধ্যমেই তোলা যাবে স্বর্ণ ঋণ বা এফডি-র টাকা

এ জন্যই পিপিএফ-কে একটি নিরাপদ কিন্তু ধীর গতিতে বর্ধনশীল বিকল্প বলে অভিহিত করা হয়। 

অন্যদিকে এসআইপি-তে বার্ষিক ৮ শতাংশ সুদে ৩০ বছরের মেয়াদে যদি বছরে ৯০ হাজার করে বিনিয়োগ করা হয় তাহলে রিটার্ন মিলবে ৩১.০৬ কোটি টাকা। এক্ষেত্রে মোট বিনিয়োগের অঙ্ক ২৭ লক্ষ টাকা এবং অর্জিত সুদ হল ৭৯.৩২ লাখ টাকা।

তুলনামূলকভাবে দেখলে অপেক্ষাকৃত কম সুদের হারে এসআইপি দীর্ঘমেয়াদে পিপিএফ-এর রিটার্নকে ছাপিয়ে যায়।

১০ শতাংশ সুদের হারে ৩০ বছরের মেয়াদী ইক্যুইটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড এসআইপি-তে বার্ষিক ৯০ হাজার টাকা করে বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে ১.৫৬ কোটি টাকা মিলবে। মূলধন লাভ: ১.২৯ কোটি টাকা