আজকাল ওয়েবডেস্ক: সরকার UPI ব্যবহারকারীদের জন্য দারুন খবর দিয়েছে। ন্য়াশনাল পেয়েমেন্টস করর্পোরেশন অফ ইন্ডিয়া ( NPCI) UPI-এর মাধ্যমে পেমেন্ট করার নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন ব্যবহারকারীরা UPI-এর মাধ্যমে যেকোনও জায়গায় স্বর্ণ ঋণ, ব্যবসায়িক ঋণ এবং ফিক্সড ডিপোজিট-এর টাকা পাঠাতে পারবেন। ঋণ অ্যাকাউন্ট UPI অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করা যাবে। এর মাধ্যমে, আপনি Paytm, Phonepe, Google Pay-এর মতো UPI অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে ব্যবসায়িক ঋণে পেমেন্ট করতে পারবেন। এই নিয়ম ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
ব্যাঙ্কে না গিয়েও আপনি ঋণের টাকা তুলতে পারবেন
 
 পেমেন্ট পদ্ধতি সহজ ও নিরাপদ করার জন্য, NPCI সম্প্রতি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন আবারও পেমেন্ট করার সুযোগ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। বর্তমানে, UPI ব্যবহারকারীরা শুধুমাত্র সঞ্চয় অ্যাকাউন্ট বা ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট UPI-এর সঙ্গে লিঙ্ক করতে পারবেন। শুধুমাত্র এইগুলির মাধ্যমেই পেমেন্ট করা যাবে। কিছু RuPay ক্রেডিট কার্ডও UPI-এর সাথে লিঙ্ক করা হয়েছে, তবে তাদের সংখ্যা কম। এখন নতুন নিয়মের মাধ্যমে, গ্রাহকরা ব্যাঙ্কে না গিয়েই অনলাইনে গোল্ড লোন এবং পার্সোনাল লোনের জন্য টাকা তুলতে পারবেন।
NPCI কিছু নিয়ম নির্ধারণ করেছে
 
 ইউপিআই-এর বর্তমান নিয়ম অনুযায়ী পিটুএম মানি ট্রান্সফারের সুবিধা রয়েছে, তবে নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে আপনি পিটুপি-র পাশাপাশি পিটুপিএম লেনদেনও করতে পারবেন। শুধু তাই নয়, আপনি নগদ টাকাও তুলতে পারবেন। তবে, এনপিসিআই এর জন্য কিছু নিয়মও নির্ধারণ করেছে, যেমন ব্যবহারকারীরা একদিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, একদিনে নগদ টাকা তোলার সীমা মাত্র ১০,০০০ টাকা। এছাড়াও, পিটুপি দৈনিক লেনদেনের সীমাও ২০ করা হয়েছে।
এর পাশাপাশি, ব্যাঙ্ক ইউপিআই-এর মাধ্যমে আপনি কোন কোন পেমেন্ট করতে পারবেন তাও নির্ধারণ করবে। ধরুন আপনি ব্যক্তিগত ঋণ নিয়েছেন, তাহলে ব্যাঙ্কের উচিত শুধুমাত্র হাসপাতাল বিল বা স্কুল বা কলেজের ফি-র জন্য ঋণের পরিমাণ মঞ্জুর করা। এই সুবিধাটি বিশেষভাবে সেইসব ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপকারী হবে যারা দুই-তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ নেন এবং প্রতিবার অর্থ প্রদানের জন্য তাঁদের আর বারবার ব্যাঙ্কে ঘোরাফেরা করতে হবে না।
আরও পড়ুন- খসবে না গাঁটের কড়ি, ইউপিআই লেনদেনে প্রতি মাসে বাঁচবে ৬২৫ টাকা, শুধু এই কাজটি করুন
