আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে অর্থনীতির বৃদ্ধির হার ৬.৫ শতাংশ। যা গত চার বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারের গতির নিরিখে সর্বনিম্ন। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস (এনএসও) এই তথ্য প্রকাশ করেছে।

২০২৪-২৫ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধি শ্লথ হয়েছে। সেই সময় জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ। যার ফলে গত অর্থবর্ষে বার্ষিক জিডিপি বৃদ্ধির হারও সার্বিকভাবে কমে ৬.৫ শতাংশে নেমেছে। 

২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে অর্থনীতিক বৃদ্ধি কমেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির গতি ৯.২ শতাংশ ছিল। অর্থনৈতিক বৃদ্ধির নিম্নগতি আদতে দেশের অর্থনীতির শ্লথগতির দিকনির্দেশ। 

২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের অর্থনীতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। ২০২১-২০২২ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। পরিসংখ্যানের নিরিখে, মহামারীর সময় দেশের আর্থিক বৃদ্ধির হারের গতি ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় বেশি ছিল।

কেন্দ্রীয় তথ্যে প্রকাশ, ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির গতি ৯.২ শতাংশ ছিল। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে ৭.৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ছিল। কিন্তু, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি যথাক্রমে ৬.৫ শতাংশ, ৫.৬ শতাংশ এবং ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ) অনুমান করেছে যে, ভারত চলতি বছরের শেষ নাগাদ অর্থনৈতির নিরিখে জাপানকে ছাড়িয়ে যাবে। ভারতীয় অর্থনীতি ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। কিন্তু, অর্থনৈতিক বিকাশের শ্লথগতি ভারতের সেই আশায় জল ঢেলের উপক্রম।