আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাথায় নতুন পালক যুক্ত হল। কথাটি শুনে প্রথমে অবাক হলেও পরে বোঝা গেল এটাই চরম সত্যি। ভারতে এখন কোটিপতির সংখ্যা ৮৫ হাজার ৬৯৮। এই হিসেবে ভারত এখন বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। নাইট ফ্র্যাঙ্ক গ্লোবাল ওয়েল্থ রিপোর্ট ২০২৫ থেকে এমনটাই তথ্য সামনে এসেছে।
ভারতের সামনে এখন রয়েছে আমেরিকা, চিন এবং জাপান। বিশ্বের কোটিপতিদের হিসেব অনুসারে এটাই সামনে এসেছে। ভারতের শক্তিশালী অর্থনীতির ওপর ভিত্তি করেই এই পরিস্থিতির সামনে এসেছে ভারত। এখানে ব্যক্তিগত সম্পত্তি অনেকটাই বেড়েছে বলেই এমন তথ্য সামনে উঠে এসেছে।
যে সংস্থা এই রিপোর্ট দিয়েছে তারা জানিয়েছে ভারত এখন ডিজিটাল পরিষেবার দিক থেকে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে স্মার্টফোন এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিক থেকে ভারত এখন অনেকটাই এগিয়ে রয়েছে। এরফলে সম্পদ অতি দ্রুত বিস্তার লাভ করেছে।
রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে ভারতে দ্রুত হারে কোটিপতির সংখ্যা বাড়ছে। বিগত এক বছরে এই বৃদ্ধির হার ১২ শতাংশ। যেখানে ২০২৩ সালে ভারতে কোটিপতি বেড়েছিল ১৬৫ জন। সেখানে এখন সেটি বেড়ে হয়েছে ১৯১ জন।
এর মানে হল বিগত ১ বছরে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২৬ জন। ভারতের কোটিপতিদের কাছে এখন প্রায় ০.৯৫ ট্রিলিয়ন ডলার রয়েছে যা ফ্রান্স, জার্মানি এবং লন্ডনের থেকে অনেকটাই বেশি।
কোটিপতির হার বৃ্দ্ধির ফলে বিশ্বের বাজারে ভারতের উন্নতিও বেড়েছে। এখানে রিয়েল এস্টেটের ব্যবসায়ী বেশি। দেখা গিয়েছে কোটিপতিদের মধ্যে প্রায় ৩০ শতাংশ রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত রয়েছেন। এই ট্রেন্ড বর্তমানে শক্তিশালী হিসেবে এগিয়ে যাচ্ছে। ভারতের কোটিপতিরা দুবাই, লন্ডন এবং সিঙ্গাপুরের বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ করছেন।
যদি এই হারে চলতে শুরু করে তাহলে ২০২৮ সালের মধ্যে ভারতে কোটিপতির সংখ্যা হতে পারে ১ লাখ ২২ হাজার ১১৯ জন। খুব কম সময়ের মধ্যে এই উত্থান অনেকটাই ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
রিপোর্ট থেকে আরও দেখা গিয়েছে ভারতীয় বিনিয়োগকারীরা এখন ইক্যুইটি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে বেশি রয়েছেন। ফলে সেখান থেকে তাদের বেশি লাভ ঘরে আসছে। এখানেই ইউরোপ এবং জাপানকে পিছনে ফেলে দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে ভারত।
