আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি মনে করেন নিজের একটি ফিক্সড ডিপোজিট করবেন তাহলে দ্রুত নিজের কাছে ব্যাঙ্কে যেতে পারেন। সেখান থেকে আপনি ফিক্সড ডিপোজিটের নানা অফার দেখে নিয়ে সেইমতো নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। এখানে বেশ কয়েকটি ব্যাঙ্কের ৩ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার দেওয়া হল। এখানে বিনিয়োগ করলে সেখান থেকে আপনি ভাল টাকা রিটার্ন হিসেবে পেতে পারেন।


আরবিআই সম্প্রতি তার রেপো রেট কমিয়েছে। এরপর থেকেই দেশের প্রায় সমস্ত ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। সেখানে খানকটা হলেও সুবিধা পেয়েছেন সিনিয়র সিটিজেনরা। তিন বছরের হিসেবে তারা ভাল সুদের হার পাবেন।

আরও পড়ুন:  সোনার খনিতেই শ্রীবৃদ্ধি, জেনে নিন কোথায় রয়েছে ভারতের এই শক্তি


আইসিআইসিআই এবং ফেডেরাল ব্যাঙ্ক নিয়ে এসেছে আকর্ষণীয় সুদের হার। তারা দুজনেই জেনারেল সিটিজেনদের জন্য ৬.৬ শতাংশ হারে সুদ দিয়েছে। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১ শতাংশ সুদ। এটি পাওয়া যাবে ৩ বছরের সময়সীমাতে।


এইচডিএফসি ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের জন্য দেবে ৬.৪৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য দেবে ৬.৯৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের দেবে ৬.৪ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের দেবে ৬.৯ শতাংশ হারে সুদ। এটি মিলবে ৩ বছরের সময়ের হিসেবে।


ইউনিয়ন ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের দেবে ৬.৬ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১ শতাংশ হারে সুদ। ব্যাঙ্ক অফ বারোদা জেনারেল সিটিজেনদের দেবে ৬.৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের দেবে ৭.১ শতাংশ হারে সুদ।


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের দেবে ৬.৪ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের দেবে ৬.৯ শতাংশ হারে সুদ। দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই জেনারেল সিটিজেনদের দেবে ৬.৩ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৮ শতাংশ হারে সুদ। এগুলি সবই ৩ বছরের হিসেবে থাকবে।


অন্যদিকে গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কটির তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.2 শতাংশ সুদের হার কমানোর ঘোষণা করেছে এসবিআই। ইতিমধ্যেই 16 মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে। সাধরণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও এই সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর তরফে সকল মেয়াদের জন্যই ব্যাঙ্কটির ফিক্সড ডিপোজিট (FD) –এর সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, প্রায় এক মাসের সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার সুদের হার হ্রাসের ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এর আগে এপ্রিল মাসের 15 তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে সুদের হার হ্রাসের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর পক্ষ থেকে এটির সাম্প্রতিক মনিটারি পলিসি মিটিং (MPC) –এ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির পক্ষ থেকে রেপো রেট হ্রাসের পদক্ষেপ গৃহীত হওয়ার পরেই এই ঘোষণা করেছে এসবিআই। এসবিআই –এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের পক্ষ থেকে একইভাবে তাদের FD রেট কমানোর ঘোষণা করা হয়েছে।