আজকাল ওয়েবডেস্ক: ভারতের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা আইসিআইসিআই ব্যাঙ্ক ১ অগাস্ট একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল যে অ্যাকাউন্টে নূন্যতম ৫০ হাজার টাকা ব্যালেন্স রাখতেই হবে। এই নির্দেশের পর প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এর পরেই পিছু সরে আসল ব্যাঙ্ক। গ্রাহকদের স্বস্তি দিতে আইসিআইসিআই ব্যাঙ্ক নতুন গ্রাহকদের জন্য ন্যূনতম টাকা রাখার পরিমাণ কমিয়ে এনেছে। ব্যাঙ্ক জানিয়েছে, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়মগুলি আবার সংশোধন করা হয়েছে। ব্যাংকের মতে, মেট্রো এবং শহরাঞ্চলে সীমা নূন্যতম ব্যালেন্সের ঊর্ধ্ব ৫০ হাজার টাকা থেকে কমিয়ে মাত্র ১৫ হাজার টাকা করা হয়েছে।

নতুন সংশোধনী অনুযায়ী, শহরাঞ্চলের গ্রাহকদের ২৫ হাজার টাকা রাখতে হবে না। গ্রাহকদের নূন্যতম সাড়ে সাত হাজার টাকা রাখলেই হবে। গ্রামীণ অঞ্চলে সেই পরিমাণ ১০ হাজার টাকা থেকে কমিয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। যদিও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যদি গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সীমার নীচে ব্যালেন্স বজায় রাখেন, তাহলে তাদের জরিমানা দিতে হবে। 

আরও পড়ুন: বই কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, কিছুক্ষণ পর মৃত্যুখবর! হাত ধরে দুই তরুণীর চরম পদক্ষেপ, ঘটনা ঘিরে রহস্য

আইসিআইসিআই তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে, “আমাদের গ্রাহকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাওয়ার পর, আমরা তাদের প্রত্যাশা এবং পছন্দগুলিকে আরও ভালভাবে প্রতিফলিত করার জন্য এই প্রয়োজনীয়তাগুলি সংশোধন করেছি। আমরা আমাদের গ্রাহকদের তাদের অব্যাহত আস্থা এবং প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই, যা আমাদের তাদের আরও ভাল পরিষেবা প্রদানে সহায়তা করে।”

তবে, ব্যাঙ্ক জানিয়েছে, সংশোধিত নূন্যতম ব্যালেন্সের সংশোধনীগুলি বেতন অ্যাকাউন্ট, প্রবীণ নাগরিক/পেনশনভোগী (৬০ বছরের বেশি), বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট/প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এগুলি ৩১ জুলাই, ২০২৫ এর আগে খোলা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য নয়।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে বিপুল ছাড় আজ থেকেই! কীভাবে টিকিট কাটলে মিলবে 'অফার', নিয়ম কানুন সব জানেন তো?

ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স একজন গ্রাহককে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বজায় রাখতে হয়। যদি ব্যালেন্স প্রয়োজনীয় পরিমাণের নীচে নেমে যায়, তাহলে ব্যাঙ্ক জরিমানা আরোপ করেতে পারে। প্রয়োজনীয় ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্সের শর্ত পূরণ করতে ব্যর্থ হলে গ্রাহকদের ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্সের ঘাটতির ৬ শতাংশ অথবা ৫০০ টাকা, যেটি কম হবে, সেই পরিমাণ জরিমানা দিতে হবে ব্যাঙ্ককে।

২০২৫ সালের এপ্রিলে, আইসিআইসিআই ব্যাঙ্ক তার সঞ্চয় অ্যাকাউন্টের সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত আমানত-সহ সঞ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি এখন ২.৭৫ শতাংশ হারে সুদ পাবে।

আরও পড়ুন: উত্তরকাশীর পর জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কিশ্তওয়াড়, অনেক মৃত্যুর আশঙ্কা

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ২০২০ সালে ন্যূনতম ব্যালেন্স নিয়ম বাতিল করেছিল। অন্যান্য বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কই উল্লেখযোগ্যভাবে কম নূন্যতম ব্যালেন্সের সীমা রেখেছে সাধারণত দু’হাজর থেকে ১০ হাজার টাকার মধ্যে।