আজকাল ওয়েবডেস্ক: অনেকেই পার্সোনাল লোন নিয়ে নানা ধরণের দরকারি কাজ করে থাকেন। তবে অনেকেই জানেন না কীভাবে সমস্ত তথ্য থাকলে দ্রুত আপনি পেয়ে যেতে পারেন পার্সোনাল লোন। এই ধরনের লোনের ক্ষেত্রে স্যালারি স্লিপ, ব্যাঙ্কের স্টেটমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড সবার আগে দরকার পড়ে। আপনার সমস্ত তথ্য থেকেই আপনার আর্থিক পরিস্থিতি সামনে উঠে আসে।
এর থেকেই লোনদাতারা সহজেই জানতে পারেন লোন শোধ করার ক্ষমতা আপনার কতটা রয়েছে। তবে অনেক সময় দেখা যায় ব্যাঙ্ক অনেক কম সুদে আপনাকে পার্সোনাল লোন দিতে আগ্রহী। সেখানে বিশাল ভূমিকা গ্রহণ করে আপনার ক্রেডিট স্কোর। যদি আপনার ক্রেডিট স্কোর ভাল না থাকে সেখানে ব্যাঙ্কে গিয়ে পার্সোনাল লোন নিতে হলে ব্যাঙ্ক অনেক বেশি হারে সুদ নিতে পারে।
তাই যদি কম সুদের হারে পার্সোনাল লোন নিতে চান তাহলে নিজের ক্রেডিট স্কোরের দিকে আপনাকে নজর দিতেই হবে। আপনার সঠিক আয় এবং ক্রেডিট স্কোর আপনাকে পার্সোনাল লোনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখবে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সেখানেও সমস্ত তথ্য সঠিকভাবে আপনাকে জমা করতে হবে। যদি আপনার সিবিল স্কোর ভাল থাকে তাহলে সেটা আপনাকে পার্সোনাল লোন দিতে অনেকটাই সহায়তা করবে। পার্সোনাল লোনের ক্ষেত্রে আর একটি দরকারি বিষয় হল গ্যারান্টার।
যদি আপনি ভাল গ্যারান্টার দিতে পারেন তাহলেও সহজে আপনার পার্সোনাল লোন পাস হয়ে যাবে। সেখানে সর্বদা চেষ্টা করবেন যেন কোনও সরকার চাকুরিজীবী আপনার গ্যারান্টার হন। নিজের লোনের আবেদন করার আগে সমস্ত তথ্য ভাল করে যাচাই করে নিন। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আপনার পার্সোনাল লোন কেউ ঠেকাতে পারবে না। সর্বদাই নিজেকে একজন ভাল ঋণপ্রদানকারী হিসাবে সামনে নিয়ে আসুন, তাহলেই দেখবেন একবারেই পাস হয়ে যাবে আপনার লোন। মিলতে পারে সুদের হারে ছাড়ও।
