আজকাল ওয়েবডেস্ক: যদি হঠাৎ করে আপনার মাইনে বেড়ে যায় তাহলে সেখান থেকে আপনার অনেকটা লাভ হতে পারে। তবে এর সঙ্গে আপনার ক্রেডিট স্কোরের কী কোনও যোগযোগ রয়েছে। বিষয়টি নিয়ে যদি একটু ভালভাবে বিবেচনা করেন তাহলে গোটা বিষয়টি আপনি অতি সহজে বুঝতে পারবেন।
ক্রেডিট স্কোর হল একটি রিপোর্ট কার্ডের মতো। এখানে বেশি নম্বর থাকার অর্থ আপনি আর্থিকভাবে অনেক বেশি স্বচ্ছল। তবে নিজেকে সেই জায়গাতে নিয়ে যেতে হলে আপনাকে নিজের আয় বাড়াতেই হবে। যে সময় থেকে আপনার আয় বাড়বে সেখান থেকেই আপনার ব্যয় বাড়বে। পাশাপাশি আপনার সঞ্চয়ের পরিমানও বাড়তে থাকবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি মাইনে বা বেতন বাড়ে তাহলে তার সঙ্গে ক্রেডিট স্কোরের সরাসরি কোনও যোগাযোগ নেই। তবে যদি আপনার আয় বাড়ে তাহলে সেই সঙ্গে আপনাকে নিজের খরচ এবং সঞ্চয় দুই বাড়াতে হবে। এরফলে আপনার ক্রেডিট স্কোরে একটা বিরাট ধাক্কা পড়বে। সেখান থেকে আপনার ক্রেডিট প্রোফাইল বাড়বে।
দেশের প্রতিটি প্রথম সারির ব্যাঙ্ক বর্তমানে তাদের গ্রাহকদের ক্রেডিট স্কোরের দিকে নজর দিয়েছে। যাদের ভাল ক্রেডিট স্কোর রয়েছে তারা ভাল লোনের সুবিধা দ্রুত পেয়ে যেতে পারেন। এমনকি তাদের একটি লোন চলতে থাকে পাশাপাশি অন্য লোনের জন্য তারা আবেদন করলে সেটিকেও পাস করিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে। এটা গ্রাহকদের কাছে একটি বিরাট সুখের খবর বলেই মনে করা হচ্ছে।
তবে এখানে বেশ কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। সেখানে আপনাকে মানতে হবে কয়েকটি নিয়ম। আপনার বেতন বাড়লে সেখান থেকে আপনার ক্রেডিট স্কোর বাড়বে না। নিজের ক্রেডিট কার্ডের বিল এবং ক্রেডিট ইস্যুগুলিকে নজরে রাখবেন।
নিজের ক্রেডিট কার্ডের ব্যবহার ৩০ শতাংশের বেশি করতে যাবেন না। দৈনন্দিন ক্রেডিট কার্ডের ব্যবহারে আপনাকে সতর্ক থাকতে হবে। ঘন ঘন লোনের জন্য আবেদন করবেন না। তাতে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হতে পারে। একটি লোন শোধ হওয়ার পরই অন্যটি আবেদন করুন। নিজের ক্রেডিট স্কোরকে সর্বদাই নিজের নজরে রাখবেন।
