আজকাল ওয়েবডেস্ক: আপনি কি মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট প্রকল্পে (MSSC) বিনিয়োগ করেছেন? তাহলে সুখবর। সরকার মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট প্রকল্পে (MSSC) বড় পরিবর্তন করেছে। এখন এই প্রকল্পের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টধারীরা ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস (ECS)-এর মাধ্যমেও টাকা তুলতে পারবেন। তবে, এটি লক্ষণীয় যে ২০২৫ সালের ৩১শে মার্চের পরে এই প্রকল্পে নতুন আমানত বন্ধ করা হয়েছে। কিন্তু, ইতিমধ্যেই  মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট প্রকল্পে বিনিয়োগকারী মহিলারা এই নতুন সুবিধার সুবিধা ভোগ করবেন।

আগে কী নিয়ম ছিল?

আগে MSSC প্রকল্প থেকে টাকা তোলার জন্য তিনটি বিকল্প ছিল।

নগদ - নির্দিষ্ট সীমা অনুসারে

পোস্ট অফিস সঞ্চয় অ্যাকাউন্টে (POSA) স্থানান্তর

পোস্টমাস্টার চেকের মাধ্যমে অর্থ প্রদান

কিন্তু সরাসরি অন্যান্য ব্যাঙ্কে অর্থাৎ ECS-এ টাকা পাঠানোর কোনও পরিষেবা ছিল না। এর ফলে সেইসব মহিলাদের সমস্যা হয়েছিল যাদের ব্যাংক অ্যাকাউন্ট পোস্ট অফিস নেটওয়ার্কে নেই।

এখন ECS থেকে সরাসরি ব্যাঙ্কে টাকা

সরকার ১২ জুন ২০২৫ তারিখে একটি সার্কুলার জারি করে বলে যে, মহিলা সম্মান যোজনায় এখন ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস বা ECS সুবিধা যুক্ত করা হয়েছে। অর্থাৎ, এখন মহিলারা তাদের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন যা পোস্ট অফিস নেটওয়ার্কের মধ্যে নেই।

এই প্রকল্পে বিনিয়োগকারী মহিলাদের তাঁদের নিকটতম পোস্ট অফিসে গিয়ে ECS বিবরণ আপডেট করতে হবে। যাতে, টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। এতে সময়ও সাশ্রয় হবে এবং টাকা তোলার প্রক্রিয়াও সহজ হবে।

এখন কীভাবে টাকা তোলা যাবে?

নগদ (নির্ধারিত সীমার মধ্যে)

POSA-তে ক্রেডিট

পোস্টমাস্টার চেক

ECS-এর মাধ্যমে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর:

এই পরিবর্তনের ফলে মহিলাদের টাকা তোলা আরও সহজ হবে। এখন তাদের পোস্ট অফিসের মাধ্যমে চেক বা নগদ নেওয়ার প্রয়োজন নেই।

টাকা তোলার নিয়ম:

অ্যাকাউন্ট খোলার এক বছর পর মহিলারা সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।

মৃত্যু বা গুরুতর অসুস্থতার মতো ক্ষেত্রে, অ্যাকাউন্টটি মেয়াদ শেষের আগেই বন্ধ করা যেতে পারে এবং সম্পূর্ণ সুদের হার (৭.৫ শতাংশ) পাওয়া যাবে।

যদি কেউ কোনও কারণ ছাড়াই ছয় মাস পরে অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, তাহলে সুদের হার ২ শতাংশ কমিয়ে ৫.৫ শতাংশ করা হবে।

মহিলাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার MSSC প্রকল্পটি ঘোষণা করেছে। এই প্রকল্প দু'বছরের মেয়াদী।

সুদের হার: বার্ষিক ৭.৫ শতাংশ (দু'বছরের জন্য)

বিনিয়োগের সীমা: সর্বনিম্ন - ১,০০০ টাকা। সর্বোচ্চ - দু'লক্ষ টাকা।

যোগ্যতা: শুধুমাত্র মহিলা এবং মেয়েরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।