আজকাল ওয়েবডেস্ক: সোনার দামের সঙ্গে স্টক মার্কেটের একটি বিরাট সম্পর্ক থাকে। যদি সোনার দাম উঠতে থাকে তার যেমন প্রভাব পড়ে স্টক মার্কেটে। তেমনভাবে যদি সোনার দাম কমতে শুরু করে তাহলেও স্টক মার্কেটে তার বিরাট প্রভাব পড়বে।


বিগত কয়েক মাস ধরে সোনার দাম উপরের দিকে রয়েছে। এর মানে হল দেশের অর্থনীতি এখন চাঙ্গা রয়েছে। বিগত বছরের মার্চ মাস থকেই সোনার দামে অবাক করা উত্থান লক্ষ্য করা গিয়েছে। প্রতিদিন ধীরে ধীরে সোনার দাম উপরের দিকে উঠছে। এমনকি দেখা গিয়েছে এক মাসে ৪ শতাংশ বেড়ে গিয়েছে সোনার দাম। এবার সোনার দামের সরাসরি প্রভাব পড়েছে সেনসেক্স, নিফটি ফিফটির উপর। সোনার দামে এতদিন ধরে স্টক মার্কেটে যতটা প্রভাব পড়তে সেখান থেকে অনেকটা বেশি প্রভাব পড়ছে এই সময়ে।


সোনা এবং স্টক মার্কেট দুটি একে অপরের সঙ্গে জড়িত। এই দুটির বাজার দর যদি সঠিক থাকে তাহলে সেই দেশের অর্থনীতির হাল সুস্থ থাকে। মার্কিন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক যাই হোক না কেন যতদিন ধরে ভারতের বাজারে সোনার চাহিদা রয়েছে ততদিন ধরে স্টক মার্কেট নিচের দিকে থাকলেও তাতে অর্থনীতি খুব একটা প্রভাবিত হবে না। 

 


মার্কিন ডলারের সঙ্গেও সোনার একটা বিরাট সম্পর্ক রয়েছে। প্রতিদিন যদি ডলারের দাম ওঠানামা করতে থাকে তাহলে সেখান থেকে সোনার দামেও হেরফের হতে থাকে। বিনিয়োগকারীরা এখানে নিয়ম করে নিজেদের টাকা বিনিয়োগ করতে থাকেন। সোনার দাম বেশি থাকলেই সেখানে লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা। লোকসানের হিসেব সেখানে নেই বললেই চলে।

 


সোনার দাম বর্তমানে ভারতের বাজারে প্রায় ৯০ হাজার ছুঁতে চলেছে। সেখানে স্টক মার্কেট যদি খানিকটা সমস্যায় থাকে তাহলে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে। সম্প্রতি যে স্টক মার্কেট ফের নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে তার অন্যতম কারণ হিসাবে সোনাকে ধরা যেতে পারে।