আজকাল ওয়েবডেস্ক: এপিএফ-তে টাকা তোলার নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন ঘটতে চলেছে। এরফলে এই টাকা অনেক বেশি সহজে তোলা যাবে। এই নিয়ম চালু হতে চলেছে চলতি বছরের ২৫ জুন থেকে। এই নতুন ভার্সনকে নাম দেওয়া হয়েছে ইপিএফও থ্রি। এরফলে পিএফ থেকে টাকা তোলা, সহজ এবং অনেক বেশি সহজবোধ্য হিসেবে সামনে উঠে আসবে।
যাদের ইপিএফও সদস্য তারা এবার অতি সহজেই তাদের টাকা তুলতে পারবেন ইউপিআই থেকে বা এটিএম থেকে সরাসরি। এজন্য তাদের আলাদা করে কোনও কিছুর জন্য অপেক্ষা করতে হবে না। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের সঙ্গে এই কাজটি যৌথভাবে করতে চলেছেন এনপিসিআই।
ইপিএফও থ্রি-তে নতুন কী সুবিধা থাকছে সেটি যদি আগে থেকে জানা থাকে তাহলে সেখান থেকে অনেকটাই সুবিধা হবে। এতদিন পর্যন্ত অনলাইনে টাকা তোলার আগে তার জন্য সম্মতি লাগত। এই কাজে সাতদিন পর্যন্ত সময় লেগে যেত। তবে নতুন সিস্টেম অনুসারে এই কাজটি ঝড়ের গতিতে হয়ে যাবে। এমনকি একবাকে তুলতে পারবেন ১ লাখ টাকা।
এখানেই শেষ নয়, এবার থেকে সমস্ত সদস্যরা নিজেদের পিএফ ব্যালেন্স দেখতে পারবেন নিজের ইউপিআই অ্যাপ থেকেই। এরপর যেমন আপনি নিজের টাকা ব্যাঙ্কের এটিএম থেকে তুলে নেন ঠিক তেমনভাবেই টাকা তুলে নিতে পারবেন।
পাশাপাশি যদি কোনও তথ্যে ভুল থাকে তাহলে সেটিও অতি সহজে আপনি শুধরে নিতে পারবেন। ফলে গোটা ব্যবস্থাটি ডিজিটাল হয়ে যাবে। যদি কোনও আপডেট করার দরকার হয়ে থাকে তাহলে সেখানেই অতি সহজেই সেটি করতে পারবেন।
বহুদিন ধরেই এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছিল। এবার সেই কাজ প্রায় শেষের দিকে। ফলে সেদিক থেকে দেখতে হলে দেশের কোটি কোটি গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেনে। যদি এবার থেকে গ্রাহকরা এটিএম থেকে সরাসরি টাকা তুলতে পারেন তাহলে সেখান থেকে তারা আর টাকা তোলার ঝক্কি পোহাবেন না। ফলে এরফলে তাদের অনেকটাই উপকার হবে।
