আজকাল ওয়েবডেস্ক: ভালো রিটার্ন এলেই বিনিয়োগ নিরাপদ। ঝুঁকিহীন বিনিয়োগে ও রিটার্নের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে পোস্ট অফিস সবসময়ই অত্যন্ত পছন্দের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় স্কিম হল- পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অন্তর্গত 'কিষাণ বিকাশ পত্র' অর্থাৎ কে.ভি.পি. স্কিম। এতে মাত্র ১১৫ মাসে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ হয়।
এই স্কিমটির সবচেয়ে বিশেষ বিষয় হল, সরকার নিজেই বিনিয়োগকারীদের টাকার নিরাপত্তার নিশ্চয়তা দেয়। কে.ভি.পি স্কিমে জমা করা টাকা ১১৫ মাসে দ্বিগুণ হয়। এতে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ। যদি বছরের হিসাবে বিবেচনা করা হয়, তাহলে টাকা দ্বিগুণ হয় ৯ বছর ৭ মাসে।
'কিষাণ বিকাশ পত্র' স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন
১১৫ মাসে টাকা দ্বিগুণ হয়:
ইন্ডিয়া পোস্ট ডাক সেবা জন সেবার ওয়েবসাইট অনুসারে, কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে, আপনি ১০০ এর গুণিতকে কমপক্ষে ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। বিশেষ বিষয় হল এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। এর সহজ অর্থ হল আপনি যত খুশি তত টাকা বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের সবচেয়ে বড় বিষয় হল, এতে বিনিয়োগ করলে টাকা মাত্র ১১৫ মাসে দ্বিগুণ হয়।
কারা কে.ভি.পি কিনতে পারেন?
প্রতিবেদন অনুসারে, যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে বা যৌথ নামে কে.ভি.পি কিনতে পারেন। তবে, কে.ভি.পি-তে আরও একটি সুবিধা রয়েছে- এটি যৌথভাবে তিনজনের নামেও কেনা যায়। এর বাইরে, ১০ বছরের বেশি বয়সী শিশুর নামেও কে.ভি.পি কেনা যায়। সাধারণত, কে.ভি.পি-তে জমা করা টাকা ১১৫ মাস পরে দ্বিগুণ ফেরৎ দেওয়া হয়। তবে প্রয়োজনে, ২ বছর ৬ মাস (আড়াই বছর) পরে টাকা তোলা যেতে পারে। এছাড়াও, কেউ চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে কে.ভি.পি স্থানান্তর করতে পারবেন।
সমস্ত পোস্ট অফিস সেভিংস স্কিমের অধীনে, সরকার ত্রৈমাসিক ভিত্তিতে সুদ নির্ধারণ করে। বর্তমানে, বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের উপর ৭.৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। এই সুদ বার্ষিক ভিত্তিতে জারি করা হয়। উল্লেখ্য যে, এই সরকারি স্কিমে ১০ বছরের বেশি বয়সী শিশুর নামে সহজেই একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
