আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার নানা ধরণের স্কিম তৈরি করেছে ভারতীয়দের জন্য। সেই তালিকায় মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম তৈরি করেছে তারা। এখানে বিনিয়োগ করলে বিরাট লাভের অঙ্ক হাতে পাবেন মহিলারা। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই স্কিমের সুযোগ নিতে পারেন। 

 


২০২৩ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এখানে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে মিলতে পারে ভাল ফল। এখানে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ করে। এখানে যেকোনও মহিলা ১ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। এই স্কিম করা যাবে ২ বছরের জন্য।


আপনি ১ বছর পর এখান থেকে নিজের ৪০ শতাংশ টাকা তুলে নিতেও পারেন। এই স্কিম ভারতের যেকোনও সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে করতে পারেন। যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে আপনি হাতে পাবেন ২ লক্ষ ৩২ হাজার ৪৪ টাকা। তাহলে আপনি সুদ হিসাবে পেলেন ৩২ হাজার ৪৪ টাকা।

 


যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনি নিজের মায়ের নামে বা অন্য কোনও মহিলা আত্মীয়ের নামে এই টাকা বিনিয়োগ করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যেকোনও বিনিয়োগ করার আগে অতি অবশ্যই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিয়ে তবে বিনিয়োগ করবেন। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন। তার দায় আডকাল ডট ইন নেবে না।